For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিয়েতনাম-সিঙ্গাপুরের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচের জন্য সম্ভাব্য দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ

ভিয়েতনাম-সিঙ্গাপুরের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচের জন্য সম্ভাব্য দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ

Google Oneindia Bengali News

কলকাতায় দুই দিনের প্রস্তুতি শিবিরের আগে ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করলেন ভারতীয় দলের প্রধান প্রশিক্ষক ইগর স্টিম্যাচ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এই দল ঘোষণা করলেন স্টিম্যাচ। ১৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় দুই দিনের শিবির করবে ভারতীয় দল। এর পর কলকাতা থেকেই ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দু'টি ফিফা ফ্রেন্ডলি খেলতে উড়ে যাবে ২৩-সদস্যের দল।

ভিয়েতনাম-সিঙ্গাপুরের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচের জন্য সম্ভাব্য দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ

তিন দলের মধ্যে হতে চলা ম্যাচগুলিকে একটি টুর্নামেন্টের আওতায় আনা হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে হুং তিন ফ্রেন্ডলি টুর্নামেন্ট। দুই আয়োজক দেশ ভিয়েতনাম এবং সিঙ্গাপুর উদ্বোধনী ম্যাচে নিজেদের মধ্যে মুখোমুখি হবে ২১ সেপ্টেম্বর। এই প্রতিযোগীতার চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার ডলার এবং রানার্স দল পাবে ২০ হাজার ডলার। তৃতীয় স্থানে শেষ করা দলটির জন্যও রয়েছে পুরস্কার মূল্য। তারা পাবে ১০ হাজার ডলার।

ভারতীয় দলের কোচ ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বলেছেন, "আমরা কৃতজ্ঞ এবং খুশি আরও একবার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার সুযোগ পেয়ে এবং এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি তা দেখার জন্য। আমরা এই দু'টো ফ্রেন্ডলি ম্যাচে খেলার জন্য মুখিয়ে রয়েছি। রোমাঞ্চকর ট্যুর হতে চলেছে এটি। বিশেষ করে এএফসি এশিয়ান কাপে আমাদের যোগ্যতা নির্ণয়ের পর্বে তিন মাস পর যা জুন মাসে আয়োজিত হয়েছিল ২০২৩ সালে কলকাতায়।"

লক্ষ্ণীকান্ত কাট্টিমানি, প্রভসুখরন গিল, রাহুল ভেকে, সুরেশ সিং এবং রহিম আলি কোচের পরিকল্পনায় থাকলেও চোটের কারণে এই প্রতিযোগীতার জন্য ২৪ সদস্যের প্রাথমিক দলে এদের ডাকা হয়নি।

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, ধীরাজ সিং মইরাংথেম এবং অমরিন্দর সিং

ডিফেন্ডার: সন্দেশ ঝিংঘান, রোশন সিং নাওরেম, আনওয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেনসানা সিং কংশাম, হারমানজোৎ সিং খাবর এবং নরেন্দ্র

মিডফিল্ডার: লিস্টন কোলাসো, মহম্মদ আশিক কুরুনিয়ান, দীপক টাংরি, উদান্ত সিং কুমাম, অনুরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, জ্যকসন সিং থউনাওজাম, সাহাল আব্দুল সামাদ, রাহুল কান্নোলি প্রভীন, লাললিয়ানজুয়ালা চাংতে, বিক্রম প্রতাপ সিং

ফরওয়ার্ড: সুনীল ছেত্রী এবং ঈশান পন্ডিতা

English summary
Igor Stimac names the probable list ahead of the Friendlies against Vietnam and Singapore.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X