For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: জোড়া গোল ভ্যালেন্সিয়ার, বিশ্বকাপে প্রথম ম্যাচে ইকুয়েডর হারাল কাতারকে

Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপুটে জয় ছিনিয়ে নিল ইকুয়েডর। আল খরের আল বাইত স্টেডিয়ামে আগোগাড়া আধিপত্য রেখে আয়োজক কাতারকে হারাল ২-০ গোলে। এই ব্যবধান আরও বাড়তেও পারত। প্রথম গোলটি ভার প্রযুক্তির সাহায্য নেওয়ায় বাতিল হয়ে গেলেও জোড়া গোল করলেন ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া।

গোল বাতিল

গোল বাতিল

ম্যাচের বয়স তখন সবে তিন মিনিট। কাতারের জালে বল জড়িয়ে যায় এনার ভ্যালেন্সিলার হেডে। ইকুয়েডরের ফুটবলাররা সেলিব্রেশনে মেতে ওঠেন। কাতারের গোলকিপার সাদ আলশিব ফেলিক্স টোরেসের ফ্রি কিক বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু দুরন্ত হেডে ভ্যালেন্সিয়া বল জালে জড়িয়ে দেন। এরপরই গোলটি অফ-সাইড কিনা সে ব্যাপারে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার-এর সাহায্য নেন রেফারি। রিপ্লেতে দেখা যায়, ভ্যালেন্সিয়া ফ্রি কিক নেওয়ার মুহূর্তে অফ সাইডে ছিলেন। সামান্য ভুলের কারণে তাঁর গোলটি বাতিল হয়ে যায়।

বিশ্বকাপের প্রথম গোল

বিশ্বকাপের প্রথম গোল

যদিও ইকুয়েডর কাতারের রক্ষণে চাপ বজায় রাখছিল লাগাতার। ভ্যালেন্সিয়াকে অবৈধভাবে কাতারের গোলরক্ষক বাধা দিলে পেনাল্টি পায় ইকুয়েডর। গোলকিপার হলুদ কার্ডও দেখেন। ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভ্যালেন্সিয়া। চলতি বিশ্বকাপের প্রথম গোল এটি। বিশ্বকাপের আসরে ভ্যালেন্সিয়ার এটি চতুর্থ গোল।

অনবদ্য ভ্যালেন্সিয়া

অনবদ্য ভ্যালেন্সিয়া

ম্যাচের ৩১ মিনিটের মাথায় ফের গোল করেন ভ্যালেন্সিয়া। এর ফলে কার্যত ম্যাচ থেকেই হারিয়ে যায় কাতার। আয়োজক দেশের আক্রমণ একেবারেই দানা বাঁধতে পারছিল না। প্রথমার্ধের শেষে ২-০ গোলেই এগিয়ে ছিল ইকুয়েডর। দ্বিতীয়ার্ধেও দাপট ছিল ইকুয়েডরের। ভ্যালেন্সিয়া প্রথমার্ধ থেকেই হাঁটুতে সমস্যা অনুভব করছিলেন। ৭৬ মিনিট নাগাদ তাঁকে তুলে নেওয়া হয়। ম্যাচের ৫৫ মিনিটে কাতারের গোলরক্ষক একটি দারুণ সেভ করেন। ৮০ মিনিটে সারমিয়েন্তো একটি ভালো সুযোগ নষ্ট করেন। ৮৬ মিনিটে সহজতম সুযোগ পেয়েও গোলমুখ খুলতে ব্যর্থ হন মহম্মদ মুন্তারি। ইকুয়েডরও কয়েকটি ভালো আক্রমণ তুলে এনেছিল, তবে দ্বিতীয়ার্ধে আর গোল পায়নি। এই নিয়ে টানা সাতটি ম্য়াচে কোনও গোল হজম করল না ইকুয়েডর।

উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশের প্রথম পরাজয়

উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশের প্রথম পরাজয়

২০০৬ সাল থেকে ধরলে আয়োজক দেশ এর আগে উদ্বোধনী ম্য়াচে কখনও হারেনি। ২০০৬ সাল থেকে আয়োজক দেশকে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে ফিফা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ২০০৬ সালে জার্মানি ৪-২ গোলে হারিয়েছিল কোস্টা রিকাকে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ১-১ গোলে ড্র করেছিল মেক্সিকোর বিরুদ্ধে। ২০১৪ সালে ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়াকে। ২০১৮ সালে রাশিয়া ৫-০ গোলে সৌদি আরবকে হারিয়েছিল। যদিও সেই ধারা বজায় রাখতে পারল না কাতার। আগামী শুক্রবার কাতার খেলবে সেনেগালের বিরুদ্ধে। ওইদিনই নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইকুয়েডর।

English summary
FIFA World Cup 2022: Enner Valencia Has Scored A Brace After His First Goal Was Disallowed. Ecuador Beat Host Qatar In The Opening Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X