For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুগল তেজ অ্যাপ সম্পর্কে জেনে নিন খুঁটিনাটি, অনলাইনে লেনদেন হবে জলের মতো সহজ

ডিজিটাল পেমেন্ট অ্যাপের দুনিয়ায় গুগল তেজ অ্যাপ নতুন সংযোজন। ভারতে সোমবার এটি লঞ্চ করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ডিজিটাল পেমেন্ট অ্যাপের দুনিয়ায় গুগল তেজ অ্যাপ নতুন সংযোজন। ভারতে সোমবার এটি লঞ্চ করা হয়েছে। পেটিএম, ফোনপেই, ভীম অ্যাপের পাশাপাশি এবার বাজারে নামছে গুগলের তেজ অ্যাপও। এটি পেটিএমের মতো ডিজিটাল ওয়ালেট সার্ভিস নয়। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থেকে তা টাকার লেনদেন করবে। এর হাজারো ফিচার্স রয়েছে যা যথেষ্ট আকর্ষণীয়। একঝলকে দেখে নেওয়া যাক সেগুলিই।

হাজারো সুবিধা

হাজারো সুবিধা

গুগলের তেজ অ্যাপ অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস-এও রয়েছে। বিভিন্ন স্থানীয় ভাষাও এটি সাপোর্ট করে। যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, গুজরাতি, কন্নড়, মারাঠি, তামিল ও তেলগু।

মোবাইল নম্বর দিতে হবে

মোবাইল নম্বর দিতে হবে

এই অ্যাপে রেজিস্টার করতে গেলে প্রথমে আপনার মোবাইল নম্বর দিতে হবে। যে নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যোগ করা রয়েছে। তারপর অ্যাপটি সেট করতে হবে। সেইসময়ে কোন ব্যাঙ্কটি আপনার সেটি নির্বাচন করে নিতে পারবেন।

মোবাইল নম্বর দিতে হবে

মোবাইল নম্বর দিতে হবে

এই অ্যাপে রেজিস্টার করতে গেলে প্রথমে আপনার মোবাইল নম্বর দিতে হবে। যে নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যোগ করা রয়েছে। তারপর অ্যাপটি সেট করতে হবে। সেইসময়ে কোন ব্যাঙ্কটি আপনার সেটি নির্বাচন করে নিতে পারবেন।

আবেদন যাবে ব্যাঙ্কে

আবেদন যাবে ব্যাঙ্কে

একবার ফোন নম্বর দিয়ে দিলে অ্যাপটি আপনার নম্বর থেকে সংশ্লিষ্ট ব্যাঙ্কে ইউপিআই অ্যাকসেস চেয়ে মেসেজ পাঠাবে। নতুন করে আপনার ইউপিআই আইডি তৈরি হবে। তা গুগল অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক করা থাকবে।

আইডি তৈরি

আইডি তৈরি

গুগল তেজ অ্যাপ জি-মেল আইডি থেকে নাম নিয়ে নতুন ইউপিআই আইডি তৈরি করবে। আপনার যদি বর্তমানে কোনও ভিপিএ থাকে তাহলে তা আপনি তেজ অ্যাপ-এ ব্যবহার করতে পারবেন না।

ইউপিআই পিন

ইউপিআই পিন

যদি আপনার ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অ্যাক্টিভ থাকে তাহলে আপনাকে ইউপিআই পিন দিতে বলা হবে। এই স্টেপ উতরে গেলে তখন থেকেই তেজ অ্যাপ ব্যবহার করতে পারবেন আপনি।

ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করুন

ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করুন

গুগলের তেজ অ্যাপটিকে সুরক্ষিত রাখতে তা পিন দিয়ে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখুন। আপনার লক স্ক্রিনের যে পিন রয়েছে, তা কখনও তেজ অ্যাপের পিন করবেন না।

টাকা পাঠানো সহজ

টাকা পাঠানো সহজ

এই অ্যাপ থেকে টাকা পাঠানো খুব সহজ। পেমেন্ট ট্যাবে আপনাকে ক্লিক করতে হবে। তাতে আপনার ফোনবুকের সমস্ত কনট্যাক্টস থাকবে। সেটা বাদে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, ইউপিআই আইডি, স্ক্যান করা কিউআর কোড অথবা তেজ ইউজারের ফোন নম্বর দিতে হবে। ব্যবসার ক্ষেত্রেও এটিকে আপনি ব্যবহার করতে পারেন।

রয়েছে ক্যাশ মোড অপশন

রয়েছে ক্যাশ মোড অপশন

গুগল তেজ অ্যাপে ক্যাশ মোডও রয়েছে। এর মাধ্যমে গ্রাহকের ফোন নম্বর না জেনেই আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে গুগলের কিউআর প্রযুক্তির সাহায্যে কাজ হয়। শব্দ শুনে গ্রাহকের ফোন চিনে নেওয়া সম্ভব হয়। তবে সাধারণ অবস্থার চেয়ে এতে লেনদেনে সময় বেশি লাগে।

অতিরিক্ত রিওয়ার্ড

অতিরিক্ত রিওয়ার্ড

তেজ অ্যাপ আপনি কাউকে রেফার করলে সেই ব্যক্তি তা ইনস্টল করলে ৫১ টাকা করে পাবেন। তা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এছাড়া ৫০ টাকার বেশি লেনদেনে প্রেরক ও প্রাপক আলাদা করে স্ক্র্যাচ কার্ডের সুবিধা পাবেন। সপ্তাহে সর্বোচ্চ ১০টি রিওয়ার্ডের সুবিধা পেতে পারেন আপনি। সেই স্ক্র্যাচ কার্ডের সাহায্যে ১ হাজার টাকা পর্যন্ত জেতা যেতে পারে।

English summary
Things you need to know about New Digital Payments App Google Tez App
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X