For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কীভাবে আবেদন করবেন আধার কার্ডের জন্য : জানুন যাবতীয় তথ্য

Google Oneindia Bengali News

আধার কার্ড এখন জীবনের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হয়ে গিয়েছে। আমাদের মধ্যে অধিকাংশেরই আধার কার্ড হয়ে গিয়েছে। আবার অনেকে আছেন যাঁরা আধার কার্ড শীঘ্রই বানানোর পরিকল্পনা করছেন। তাদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত উপযোগী। [আধার কার্ড সম্পর্কে যে ৮টি তথ্য জেনে রাখা প্রয়োজন]

আধার কার্ডের সবচেয়ে বড় গুরুত্ব হল জাতপাত, ধর্ম, ভৌগলিক অবস্থানের প্রেক্ষিতে কখনওই ভেদাভেদ করা হয় না। আধার কার্ড ভারতীয় নাগরিকের ক্ষমতায়ণের পথ।

কীভাবে আবেদন করবেন আধার কার্ডের জন্য : জানুন যাবতীয় তথ্য

কীভাবে আধার কার্ডের জন্য আবেদন জানাবেন?

  • ভারতের যে কোনও জায়গায় অনুমোদিত যে কোনও আধার তালিকাভুক্তি কেন্দ্রে আপনার পরিচয় পত্র ও ঠিকানার প্রমাণ পত্র নিয়ে যান।
  • সেখান থেকে বিনামূল্যে আধার কার্ড আবেদনের ফর্ম পাবেন। কিংবা ওয়েবসাইট থেকেও আপনি ডাউনলোড করতে পারেন।
  • তবে সময় বাঁচানোর জন্য অনলাইনে ফর্ম ডাউনলোড করে তা ভর্তি করে একবারেই আধার কার্ড কেন্দ্রে যাওয়া ভাল। তাতে সময় বাঁচবে।
  • নাম নথিভুক্ত করার সময় আপনার ছবি, আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান জমা নেওয়া হবে।
  • নাম নথিভুক্ত করার আগে যে নথি আপনি দিচ্ছেন তা ভাল করে খুটিয়ে দেখে নিন। যদি কোনও কিছু সঠিক করার প্রয়োজন থাকে তখনই করে নিন।
  • আপনাকে আধার কার্ড দেওয়ার আগে কেন্দ্রীয় স্তরে সব তথ্য খতিয়ে দেখা হবে।
  • 'ভেরিফিকেশন'-এ সমস্যা না থাকলে এসএমএস বা ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এর কয়েকদিন পরেই আধার কার্ড ডাক মারফত পাঠিয়ে দেওয়া হবে আপনার দেওয়া ঠিকানায়।

আধার কার্ডের আবেদনের জন্য যোগ্যতা

  • যে কোনও ভারতীয় নাগরিক, প্রবাসী ভারতীয় বা বিদেশি যাঁরা ভারতে এখন বসবাস করছেন তাঁরা আধার কার্ডের জন্য আবেদন জানাতে পারেন।
  • যে কোনও বয়সের যে কোনও ব্যক্তি আধার কার্ডের জন্য আবেদন জাাতে পারেন।
  • ৩ বছর বয়সের কম শিশুদের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্যের কোনও প্রয়োজন নেই এবং এক্ষেত্রে আধার মা-বাবা বা অভিভাবকের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে। ওই শিশুর ৫ বছর হলে তার বায়োমেট্রিক তথ্য় নেওয়া হবে।
  • ৫-১৫ বছর বয়েসের ক্ষেত্রে নাম নথিভুক্ত করতে গেলে ৫ বছর বয়সে একবার বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে আবার তার ১৫ বছর বয়স হলে আবার নেওয়া হবে।

কী কী নথি প্রয়োজন
পরিচয় প্রমামপত্র হিসাবে (যে কোনও একটি)
ফটো আইডি কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট,প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স

ঠিকানার প্রমাণ প্রত্র (যে কোনও একটি)
শেষ ৩ মাসের জল, বিদ্যুৎ, টেলিফোন বিল।

অন্যান্য তথ্য

  • যদি কারোর কাছে পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র না থাকে তাহলে পরিবারের মাথার উপর যিনি আছেন তার সঙ্গে আপনার সম্পর্কের প্রমাণপত্র দিলেই হবে।
  • উদাহরণ-স্বরূপ বার্থ সার্টিফিকেট, পিডিএস কার্ড, এণএনআরএডিএ জব কার্ড, ইএসআইসি মেডিক্যাল কার্ড, পেনশন কার্ড, ম্যারেজ সার্টিফিকেট।

কতদিনে পাবেন আধার কার্ড

  • সাধারণত আধার কার্ডের পক্রিয়া সম্পন্ন হতে ৬০ থেকে ৯০ দিন লাগে। যদিও তথ্য যাচাই পক্রিয়ার জন্য এই সময় বেশিও লাগতে পারে।
  • তথ্য যাচাইয়ের সময় কিছু ভুল ধরা পড়লে যতটা সম্ভব ঠিক করার করা হয়। না হলে আবেদনকারীর কাছে আবেদন বাতিল করা হয়েছে বলে একটি চিঠ যায়। এবং নতুন করে আবেদনকারীকে আবেদন করতে বলা হয়।
  • ভারতীয় ডাকের উপর দায়িত্ব রয়েছে আধারের চিঠি ছাপিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌছে দেওয়া। এই পক্রিয়াতে আরও ৩-৫ সপ্তাহ লাগে।
English summary
How to apply for Aadhaar Card: Your complete guide
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X