
সাবেক পাক অধিনায়কের বিরুদ্ধে ভৃত্যের মতো আচরণ করার অভিযোগ, আক্রমের পাল্টা দিলেন পাকিস্তানের তারকা ব্যাটার
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সালিম মালিকের আচরণের সমালোচনা করেছেন ওয়াসিম আক্রম নিজের আত্মজীবনী 'সুলতান: এ মেমর'-এ। বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা পেসার জানিয়েছেন, পাকিস্তান দলে তাঁর সিনিয়র সালিম মালিক তাঁকে নিজের জামা-কাপড় এবং জুতো পরিষ্কার করতে বলেছিলেন।

ভৃত্যের মতো আচরণ করতো আমার সঙ্গে:
১৯৮৪ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়া আক্রম বলেছেন, "আমি তরুণ হওয়ার তার সুবিধা সে নিতে চেয়েছিল। এক জন স্বার্থপর মানুষ তিনি এবং আমার সঙ্গে ভৃত্যের মতো আচরণ করতেন।" আক্রমের আরও সংযোজন, "সে চাইত আমি তাঁর ম্যাসাজ করে দিই, তাঁর জামা-কাপড় এবং বুট পরিষ্কার করার নির্দেশ দিত আমায়। আমার প্রচণ্ড রাগ হয়েছিল যখন কিছু তরুণ সতীর্থ রামিজ, তাহির, মহসিন, শোয়েব মহম্মদ আমাকে নাইট ক্লাবে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল।"

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগে মালিকের প্রতিক্রিয়া:
ক্রিকেট পাকিস্তান অনুযায়ী সালিম মালিক বলেছেন, "আমি ওকে ফোন করার চেষ্টা করেছিলাম কিন্তু ও ফোনটা ধরেনি। আমি ওকে জিজ্ঞাসা করব কী কারণে ও এমনটা লিখেছে?"

আক্রমকে দিয়ে জামা-কাপড় কাচানো নিয়ে সালিমের প্রতিক্রিয়া:
নিজের আত্মজীবনীতে আক্রম উল্লেখ করেছে যে তাঁকে দিয়ে জামা-কাপড় কাচাতো সালিম মালিক। প্রাক্তন পাক অধিনায়ক এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, "এমনটা নয় যে ওকে নিজের হাতে করে কাপড়-জামা কাচতে হতো।" তিনি জানিয়েছেন, ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দেওয়া হতো। তাঁর সংযোজন, "আমার যদি এতটাই নিকৃষ্ট মানসিকতা থাকত তা হলে ওকে বোলিং করার সুযোগই দিতাম না। আমি ওকে জিজ্ঞাসা করব কেন আমার সম্পর্কে এই রকম মন্তব্য করেছে ও। "

পাকিস্তানের জার্সিতে ওয়াসিম আক্রমের পারফরম্যান্স:
শুধু পাকিস্তানেরই নয়, বিশ্বের অন্যতম সেরা পেসার মানা হয় ওয়াসিম আক্রমকে। পাকিস্তানের হয়ে ওয়াসিম ১০৪টি টেস্টে ৪১৪টি উইকেট নিয়েছেন আক্রম। এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ২৫ বার এবং পুরো ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৫ বার। এই ফরম্যাটে ব্যাট হাতে তাঁর রান ২৮৯৮ এবং সর্বোচ্চ ২৫৭। তিনটি শতরান করেছিলেন তিনি।
ওডিআই ক্রিকেটে ওয়াসিম আক্রম ৩৫৬ ম্যাচে ৫০২টি উইকেট নিয়েছেন। মোট ছয় বার এক ম্যাচে পাঁচ উইকেট তিনি নিয়েছেন। এই ফরম্যাটে তিনি করেছেন ৩৭১৭ রান, সর্বোচ্চ ৬৬ রান।