For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্শদীপের বোলিংয়ে মুগ্ধ ওয়াকার-আক্রম'রা

অর্শদীপের বোলিংয়ে মুগ্ধ ওয়াকার-আক্রম'রা

Google Oneindia Bengali News

জসপ্রীত বুমরাহ বা মহম্মদ শামির মতো পেসাররা এলেও জাহির খানের পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট এমন কোনও বাম হাতি পেসার পায়নি যে পারে জাহিরের জুতোয়ে পা গলাতে। বেশ কয়েক বছর হয়ে গেল ক্রিকেটকে বিদায় জানিয়েছেন জাহির খান। কিন্তু আজও ভারতীয় দলে কোনও লেফট আর্ম পেসার নেই যে জাহিরের অভাব পূরণ করতে পারেন। তবে, সেই আক্ষেপ হয়তো এ বার মিটতে চলেছে। অর্শদীপ সিং-কেই জাহিরের যোগ্য উত্তরসূরি মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা।

অর্শদীপের বোলিংয়ে মুগ্ধ ওয়াকার-আক্রমরা

আইপিএল-এর মঞ্চ থেকে উঠে আসা এই তরুণ পেসার ভারতের জার্সিতে অভিষেকের পর থেকেই চর্চায় থেকেছেন নিজের সুদক্ষ পারফরম্যান্সের কারণে। ঘরের মাঠে বা বিদেশের মাঠে শুধু দ্বি-পাক্ষিক সিরিজেই নয়, অস্ট্রেলিয়ায় আয়োজিত চলতি টি-২০ বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছেন অর্শদীপ। তাঁর ঠিকানা লেখা ইয়র্কার এবং বলকে উভয় দিকে সুইং করাতে পারার দক্ষতা নজরে এসেছে বিশ্ব ক্রিকেটকে একের পর এক কিংবদন্তি পেসার উপহার দেওয়া পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের।

বাংলাদেশের বিরুদ্ধে চাপের মুখে শেষ ওভারে দারুণ বোলিং করেন অর্শদীপ। বাংলাদেশের বিরুদ্ধে দুই উইকেট নেওয়ার পাশাপাশি চাপ সামলে শেষ ওভারে নিজের দক্ষ বোলিং-এর উপর ভর করে ভারতকে ৫ রানে জয় এনে দেন এই তরুণ এবং নিশ্চিত করেন যাতে ম্যাচ থেকে সম্পূর্ণ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে খেলার প্রায় কাছে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। অর্শদীপের প্রতিভা দেখে পাকিস্তান থেকে উঠে আসা বিশ্ব ক্রিকেটে সর্বকালের অন্যতম দুই পেসার ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিস তাঁর প্রশংসা করেছেন। এ স্পোর্টসে একটি প্যানেল ডিসকাশনে আক্রম জানিয়েছে, তাঁর প্রাক্তন সতীর্থ ওয়াকার ইউনিসের সঙ্গে এশিয়া কাপেও অর্শদীপের প্রতিভার বহিঃপ্রকাশ হতে তিনি দেখেছেন। আক্রম মনে করেন উজ্জ্বল ভবিষ্যত পরে রয়েছে এই তরুণের।

আক্রম ওই চ্যানেলটিকে বলেছেন, "ওয়াকার আর আমি এশিয়া কাপে ওর প্রতিভা দেখেছি। যে ভাবে বলকে দুই দিকে সুইং করাতে পারে ও তা অসাধারণ। ওর সম্পর্কে শুনেছিলাম আইপিএল-এ ভাল বোলিং করেছে। ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে। মাথা দিয়ে বোলিংটা করে, হাতে ভাল ইয়র্কার রয়েছে, ভাল স্লোয়ার বল করে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দুই দিকেই বলকে ঘোরাতে পারে। এক ওভারে মাত্র দুই রান খরচ করে ওর দুই উইকেট সংগ্রহ করা ম্যাচটা ঘুরিয়ে দেয়।"

টি ২০ বিশ্বকাপ সেমিফাইনাল কি এবার ৭ বছর আগের মতো? ভারত-পাক ফাইনালের রাস্তাও কীভাবে খোলা?টি ২০ বিশ্বকাপ সেমিফাইনাল কি এবার ৭ বছর আগের মতো? ভারত-পাক ফাইনালের রাস্তাও কীভাবে খোলা?

English summary
Wasim Akram heap praised arshdeep singh for his brilliant performance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X