For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্পায়ারদের উপর কি চাপ সৃষ্টি করছেন কোহলি, কী বলছেন প্রাক্তন তারকারা

আম্পায়ারদের উপর কি চাপ সৃষ্টি করছেন কোহলি, কী বলছেন প্রাক্তন তারকারা

Google Oneindia Bengali News

মানতে কোনও দ্বিধা নেই এই সময়ে ক্রিকেটের অন্যতম বড় নাম বিরাট কোহলি। নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে বিরাট পৌঁছে গিয়েছেন এমন এক উচ্চতায় যেখানে সারা বিশ্বের সমীহ আদায় করে নিয়েছেন তিনি। তাঁর নামই যথেষ্ট প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য। নিজের স্ট্র্যাচার সম্পর্কে যথেষ্ট অবগত বিরাট এবং সেইটাকেই হয়তো তিনি কাজে লাগাচ্ছেন, মনে করছেন প্রাক্তন তারকারা।

নিজেকে আম্পায়ারের ওপরে মনে করছেন বিরাট:

নিজেকে আম্পায়ারের ওপরে মনে করছেন বিরাট:

বিরাট কোহলির আচরণে বরাবরই ঔদ্ধত্য প্রকাশ পায়। যে দিন থেকে তিনি খেলছেন সে দিন থেকেই নানান সময়ে তাঁর ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে বাইশ গজে। তা ফিল্ডিংয়ের সময়ে হোক কিংবা ব্যাটিং-এর সময়ে। এর মধ্যে নবতম সংযোজন আম্পায়ার নিয়ন্ত্রণ। ব্যাটিং করার পাাপাশি কোয়ালিফায়েড আম্পায়ারদের কোনটা নো বল কোনটা ওয়াইড বল সেটাও শিখিয়ে দিতে দেখা যাচ্ছে কোহলিকে। তাঁর নির্দেশের পরই নো ডাকছেন আম্পায়ার এমন দৃশ্য দেখা গিয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ। পাকিস্তানের পর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও একই দৃশ্য দেখা গিয়েছে।

পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে কোহলির নির্দেশ:

পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে কোহলির নির্দেশ:

পাকিস্তানের বিরুদ্ধে সুপার ১২-এর ম্যাচে ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ভারতকে ১৬০ রানে পৌঁছে দেন বিরাট। মহম্মদ নাওয়াজের ফাইনাল ওভারে একটি কোমরের হাইটে ফুল টসকে বাউন্ডারি লাইনের বাইরে মারেন বিরাট কোহলি এবং তিনি আম্পায়ারের দিকে অবাক ভাবে তাকিয়ে নো বলে ইঙ্গিত করেন। দুই অলফিল্ড আম্পায়ার রড টাকার এবং মারিয়াস ইরাসমাসের নিজেদের মধ্যে আলোচনা করে সেটি নো ঘোষণা করেন। তা থেকেই প্রমাণিত কোহলির নির্দেশ কী ভাবে বিচলিত করেছিল আম্পায়ারদের। প্রায় একই রকম ঘটনা ঘটিয়েছেন কোহলি বাংলাদেশের বিরুদ্ধেও।

যা বললেন ওয়াকার ইউনিস:

যা বললেন ওয়াকার ইউনিস:

এ স্পোর্টসকে ওয়াকার ইউনিস বলেছেন, "শাকিব বলছেন, তুমি নিজের ব্যাটিং করো, আম্পায়ারদের তাঁর কাজ করতে দাও। একই কথা ও বলছে যেটা আমরা এখানে বলছি। তুমি যদি কিছু বলো তার মানে আম্পায়ারকে চাপে ফেলছো তুমি, এবং অবশ্যই ওর নামের একটা ওজন রয়েছে। ফলে কিছু সময় আম্পায়াররা চাপে পড়ে যান।"

কোহলির পাশে আক্রম:

কোহলির পাশে আক্রম:

পাকিস্তানের অপর প্রাক্তনী ওয়াসিম আক্রম জানিয়েছেন, এটা ব্যাটসম্যানদের সহজাত স্বভাব। তিনি বলেছেন, "আমার মনে হয় এটা ব্যাটসম্যানদের সহজাত খেলা। ওদের ওয়াইড মনে হলে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে। আজকের নিয়ম কী বলে তা আমি জানি না। এখনকার ক্রিকেটাররা সেটা বলতে পারবে।" টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট। এখনও পর্যন্ত সুপার ১২-এর সর্বাধিক রান সংগ্রহকারী কোহলি

কলকাতা নাইট রাইডার্স নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন শুভমান গিল, কেকেআরে ফেরার সম্ভাবনা আছে কি?কলকাতা নাইট রাইডার্স নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন শুভমান গিল, কেকেআরে ফেরার সম্ভাবনা আছে কি?

English summary
Does Virat Kohli trying to put Umpires in pressure, look what legenda are saying
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X