For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্টে ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষস্থান খোয়ালেন রুট, বিরাট সাফল্য অস্ট্রেলিয়ার ওপেনারের

  • |
Google Oneindia Bengali News

অ্যাশেজে প্রথম দুটি টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের ইতিবাচক প্রভাব পড়ল আইসিসি টেস্ট ক্রমতালিকায়। ব্যাটারদের মধ্যে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন মার্নাস লাবুশানে। র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে পেসার মিচেল স্টার্কের।

টেস্টে ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষস্থান খোয়ালেন রুট

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনার মার্নাস লাবুশানে প্রথম ইনিংসে ১০৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৫১। এখনও অবধি ২০টি টেস্টে তিনি ২১১৩ রান করেছেন, রয়েছে ৬টি শতরান। ২০১৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর থেকে টেস্ট ক্রিকেটে দাপট দেখাচ্ছেন এই অজি ওপেনার। কখনও কখনও তাঁর তুলনা করা হচ্ছে স্টিভ স্মিথের সঙ্গেও। চলতি অ্যাশেজের প্রথম টেস্টে লাবুশানে ৭৪ রান করেছিলেন। তবে অ্যাডিলেডে অনবদ্য ব্যাটিং তাঁকে বসাল টেস্ট ব্যাটারদের ক্রমতালিকার সিংহাসনে।

লাবুশানে ১ নম্বরে যেতেই দ্বিতীয় স্থানে নেমে গেলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ২০২১ সালে ১৪টি টেস্টে এখনও অবধি তিনিই সর্বাধিক ১৬৩০ রান করেছেন। যদিও অস্ট্রেলিয়ার মাটিতে শতরান তাঁর কাছে এখনও অধরাই। ব্যাটারদের তালিকায় বিরাট কোহলি এক ধাপ নেমে সাতে চলে গিয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিনে রয়েছেন অ্যাডিলেডে অজিদের নেতৃত্ব দেওয়া স্টিভ স্মিথ, চারে কেন উইলিয়ামসন। ডেভিড ওয়ার্নার ছয়, দিমুথ করুণারত্নে আট, বাবর আজম নয় ও ট্রেভিস হেড রয়েছেন দশ নম্বরে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ভারতীয়দের মধ্যে ময়াঙ্ক আগরওয়াল দ্বাদশ স্থানে, ১৪ নম্বরে ঋষভ পন্থ, ১৭-এ চেতেশ্বর পূজারা এবং ২৭ নম্বরে রয়েছেন অজিঙ্ক রাহানে। শুভমান গিল ৪৬, রবীন্দ্র জাদেজা ৫১, শ্রেয়স আইয়ার ৬৬, হনুমা বিহারী ৭১ ও ওয়াশিংটন সুন্দর ৭২, শার্দুল ঠাকুর ৮০, রবিচন্দ্রন অশ্বিন ৮৩ ও ঋদ্ধিমান সাহা ১০০ নম্বরে রয়েছেন।

এদিনই ফের টি ২০ ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষস্থান দখল করেছেন পাক অধিনায়ক বাবর আজম। তিনি ডেভিড মালানের সঙ্গে আপাতত যুগ্মভারে শীর্ষে রয়েছেন। তিনে উঠে এসেছেন মহম্মদ রিজওয়ান। প্রথম দশে একমাত্র ভারতীয় লোকেশ রাহুল। টেস্টে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন প্যাট কামিন্স। রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন দুই নম্বরে। টিম সাউদি এক ধাপ উঠে তিনে এসেছেন, চারে নেমে গিয়েছেন জস হ্যাজলউড। চার ধাপ উঠে নবম স্থানে রয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। ভারতীয়দের মধ্যে জসপ্রীত বুমরা রয়েছেন ১২ নম্বরে, মহম্মদ শামি ১৯, রবীন্দ্র জাদেজা ২০, ইশান্ত শর্মা ২১, অক্ষক প্যাটেল ২৪ নম্বরে রয়েছেন। উমেশ যাদব ৩১, মহম্মদ সিরাজ রয়েছেন ৪২তম স্থানে, ৫২ নম্বরে আছেন শার্দুল। অলরাউন্ডারদের তালিকায় জেসন হোল্ডার শীর্ষস্থান ধরে রেখেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

English summary
Marnus Labuschagne Climbed To Number 1 In The ICC Test Rankings. England Captain Joe Root Slipped Down To Second Spot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X