For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ আইপিএলের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ উইকেট নেওয়া দলের তালিকা

২০১৯ আইপিএলের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ উইকেট নেওয়া দলের তালিকা

  • |
Google Oneindia Bengali News

ভারতে বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রভাব। দেশে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন প্রায় ১৮০০ জন। এহেন পরিস্থিতিতে এবছর আদৌ আইপিএল আয়োজন করা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তাই দেখে নেওয়া যাক আইপিএলের গত মরশুমে কোন দল কটি করে উইকেট নিয়েছে।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

আইপিএলের গত মরশুমে প্লে-অফে উঠতে না পারায় ১৪টি ম্যাচ খেলেছিল কলকাতা নাইট রাইডার্স। ২৪১৯ দেওয়ার পাশাপাশি ৫৬টি উইকেটও নিয়েছিল তারা। কেকেআরের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছিলেন অল-রাউন্ডার আন্দ্রে রাসেল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের গত মরশুমে লিগ তালিকার অষ্টম বা সর্বশেষ স্থানে শেষ করলেও, ১৪টি ম্যাচ খেলে ৬৯টি উইকেট নিতে সক্ষম হয়েছিল তারা। আরসিবি-র হয়ে সর্বাধিক ১৮টি উইকেট নিয়েছিলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

আইপিএলের গত মরশুমে ১৪ ম্যাচ খেলা রাজস্থান রয়্যালস ৭২টি উইকেট নিয়েছিলেন। আরআরের হয়ে সর্বাধিক ২০ উইকেট নিয়েছিলেন স্পিনার শ্রেয়স গোপাল।

কিংস ইলেভেন পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাব

গত আইপিএলে ১৪টি ম্যাচ খেলেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। মোট ২৫০৩ রান দেওয়ার পাশাপাশি ৭৬টি উইকেটও নিয়েছিল প্রীতি জিন্টার দল। পাঞ্জাবের হয়ে সর্বাধিক ১৯টি উইকেট নিয়েছিলেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

২০১৯ আইপিএলের প্লে-অফে পৌঁছনো সানরাইজার্স হায়দরাবাদে টুর্নামেন্টে ২২০০ রান দেওয়ার পাশাপাশি ৮১টি উইকেট নেয়। এসআরএইচ-র হয়ে সর্বাধিক ১৯ উইকেট নেন বাঁ-হাতি ফাস্ট বোলার খলিল আহমেদ।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

২০১৯ আইপিএলের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে তালিকার তিন নম্বরে। টুর্নামেন্টের গত সংস্করণে ৮৭টি উইকেট নেয় রোহিত শর্মার দল। দলের হয়ে সর্বাধিক ১৯টি উইকেট নিয়েছিলেন পেসার জসপ্রীত বুমরাহ।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

আইপিএলের গত মরশুমের রানার্স চেন্নাই সুপার কিংস, টুর্নামেন্টে ৯০টি উইকেট নেয়। ধোনির দলের হয়ে সর্বাধিক ২৬ উইকেট নিয়েছিলেন ইমরান তাহির।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস

২০১৯ আইপিএলের প্লে-অফে পৌঁছনো দিল্লি ক্যাপিটালস, টুর্নামেন্টে মোট ৯৮টি উইকেট নেয়। ডিসি-র হয়ে সর্বাধিক ২৫ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা।

লা লিগার বর্তমান ও প্রাক্তন ফুটবল তারকাদের ডাকনাম জেনে নেওয়া যাকলা লিগার বর্তমান ও প্রাক্তন ফুটবল তারকাদের ডাকনাম জেনে নেওয়া যাক

English summary
List of the highest and lowest wicket-taking team IPL's 2019 edition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X