For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিজের জয়ই নয়, চরিত্রের পরীক্ষাও দিতে চায় বিরাট বাহিনী! কোটলায় কী হতে পারে ভারতের একাদশ

ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম ওডিআই ম্যাচের প্রিভিউ। এছাড়াও, জেনে নিন কোথায় এবং কখন এই ম্য়াচ দেখা যাবে এবং দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ।
 

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ২-০'র ব্যবধানে এগিয়ে দিয়েছিল ভারত। সেখান থেকে সিরিজ জিতে নেওয়ার দারুণ সুযোগ ছিল। কিন্তু তার পরের দুই ম্য়াচে হেরে পরিস্থিতিটা কঠিন করে ফেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু উদ্ভুত এই পরিস্থিতিকেও বিশ্বকাপের প্রস্তুতিতে কাজে লাগাতে চাইছে ভারত। মনে করা হচ্ছে এই অবস্থাটা দলের চরিত্রের পরীক্ষা নেবে।

ভারতীয় দলের খবর

ভারতীয় দলের খবর

শেষ দুই ওডিআই -এর জন্য বিশ্রাম দেওয়া হয়েছে ধোনিকে। কাজেই মোহালিতে খারাপ খেলার জন্য সমালোচনা হলেও আরও একটি সুযোগ পাবেন ঋষভ পন্থ। রাজধানিতে যুজবেন্দ্র চাহালকে বসিয়ে মহম্মদ শামিকে দলে আনা হতে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ভারত তিন জোরে বোলারে খেলবে। রায়ডুর জায়গায় কেএল রাহুল এসে বিশেষ তফাত ঘটাননি। তবে আরও একটা সুযোগ তাঁরও প্রাপ্য বলে মনে করছে দল।

অস্ট্রেলিয়া দলের খবর

অস্ট্রেলিয়া দলের খবর

স্টইনিসের আঙুল ভেঙে যাওয়াতেই মোহালিতে সুযোগ পেয়েছিলেন অ্যাশটন টার্নার। দিল্লি ম্যাচের আগে স্টইনিস খেলার মতো জায়গায় এসে গিয়েছেন বলে খবর রয়েছে। ফলে উইকেটরক্ষক অ্যালেক্স কেরিকে বসিয়ে তাঁর জায়গায় স্টইনিস ও টার্নার দুজনকেই খেলাতে পারে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে উইকেটরক্ষক হিসেবে খেলবেন পিটার হ্যান্ডসকম্ব।

পিচ ও আবহাওয়া পরিস্থিতি

পিচ ও আবহাওয়া পরিস্থিতি

ফিরোজ শাহ কোটলার পিচ বরাবরই ব্যাটসম্য়ান সহায়ক হয়। প্রথম ইনিংসে সর্বোচ্চ রান উঠেছে এই মাঠে ৩৩০। আর সফল তাড়া করা সর্বোচ্চ রান ২৮১। মোহালির মতো রাজধানির মাঠেও সন্ধ্যার পর শিশির বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। মোট ২৪টি একদিনের ম্যাচে ১২ বার আগে বল করা দল জিতেছে, ১১ বার জিতেছে আগে ব্য়াট করা দল।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, কেদার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল/ মহম্মদ শামি, ও জসপ্রিত বুমরা

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খোয়াজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম্ব, অ্যাশটন টার্নার, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক)/ স্টইনিস, প্যাট কামিন্স, ঝাই রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জেসন বেহেরেনডর্ফ/নাথান লিয়ন।

কখন কোথায় দেখা যাবে?

কখন কোথায় দেখা যাবে?

ভারত বনাম অস্ট্রেলিয়া, পঞ্চম ওডিআই
স্থান- ফিরোজ শাহ কোটলা, দিল্লি
তারিখ - ১৩ মার্চ, বুধবার
সময় - দুপুর ১.৩০
টিভি - স্টার স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন - হটস্টার

English summary
Preview of 5th ODI match between India and Australia at New Delhi. Also, find out where and when the match can be seen and the probable playing elevens.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X