For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করে কেকেআরের জয় করা ম্যাচের তালিকা

আইপিএলে পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করে কেকেআরের জয় করা ম্যাচের তালিকা

  • |
Google Oneindia Bengali News

২৩ সেপ্টেম্বর এবারের আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের দুই বারের খেতাব জয়ীরা এবার কেমন পারফরম্যান্স দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বোলিং এবং ব্যাটিংয়ের এমন ভারসাম্য এর আগে খুব কমই পেয়েছে কেকেআর। তবু ব্যাটিং-ই যে শাহরুখ খান শিবিরের প্রধান শক্তি, তাও মেনে নিচ্ছেন অনেকে। তারই প্রেক্ষিতে দেখে নেওয়া যাক আইপিএলে পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করে কেকেআরের জয় করা ম্যাচের তালিকা।

আরসিবি-র বিরুদ্ধে ২০১৯

আরসিবি-র বিরুদ্ধে ২০১৯

২০১৯ সালের আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলি নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদেরই মাঠে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল আরসিবি। আন্দ্রে রাসেলের অতিমানবিক ব্যাটিংয়ের দৌলতে পাঁচ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কেকেআর।

২০১৪ সালের ফাইনাল

২০১৪ সালের ফাইনাল

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০১৪ সালের আইপিএল ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে কেকেআর-কে ২০০ রানের লক্ষ্য দিয়েছিল প্রীতি জিন্টার দল। পাঞ্জাবের জার্সিতে ওই ম্যাচে শতরান করেছিলেন বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। জবাবে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কেকেআর। দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মনীশ পান্ডে ও ইউসুফ পাঠান।

২০১২ সালের ফাইনাল

২০১২ সালের ফাইনাল

২০১০ ও ২০১১ সালে পরপর আইপিএল খেতাব জিতেছিল চেন্নাই সুপার কিংস। হ্যাটট্রিকের লক্ষ্যে ঘরের মাঠ চিপকে ২০১২ সালের আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফাইনাল খেলতে নেমেছিল এমএস ধোনির দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯০ রান তুলেছিল সিএসকে। জবাবে দুই বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কেকেআর। দুর্দান্ত ব্যাটিং করেছিলেন উইকেটরক্ষক মনবিন্দর বিসলা ও জ্যাক কালিস।

২০১৬ সালে প্রতিপক্ষ আরসিবি

২০১৬ সালে প্রতিপক্ষ আরসিবি

২০১৬ সালের আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেওয়া ১৮৯ রানের লক্ষ্য ৫ উইকেট হারিয়ে তুলে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স।

আইপিএল ২০২০ কোথায় দেখবেন, লাইভ স্ট্রিমিং কোন চ্যানেলে, জুড়ল ১৩ নতুন স্পনসরআইপিএল ২০২০ কোথায় দেখবেন, লাইভ স্ট্রিমিং কোন চ্যানেলে, জুড়ল ১৩ নতুন স্পনসর

English summary
Highest successful run chase of KKR in the history of IPL news in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X