For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বীরভূমে বসেই মুর্শিদাবাদে গরু পাচারের কন্ট্রোল! টাকার খোঁজে বড় পদক্ষেপ সিবিআইয়ের

বীরভূমে বসেই মুর্শিদাবাদে গরু পাচারের কন্ট্রোল! টাকার খোঁজে বড় পদক্ষেপ সিবিআইয়ের

  • |
Google Oneindia Bengali News

গরু পাচার-কাণ্ডে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে মনে করছে সিবিআই! আর এর মধ্যেই অনুব্রত মন্ডল এবং আত্মীয়দের নামে থাকা প্রায় ১৭ কোটি টাকার এফডি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একটি ব্যাঙ্কেই এই পরিমাণ টাকার খোঁজ পেয়েছে সিবিআই। তদন্তকারীদের অনুমান আরও বেশ কয়েকটি ব্যাঙ্কে টাকা রাখা আছে। আর সেই সমস্ত টাকার খোঁজ পেতেই ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে চিঠি দিল সিবিআই।

বোলপুরের একাধিক ব্যাঙ্ক সিবিআই নজরে-

বোলপুরের একাধিক ব্যাঙ্ক সিবিআই নজরে-

বুধবার বোলপুরে অনুব্রত মন্ডলের একেবারে বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে থাকা ব্যাঙ্কে হানা দেয় সিবিআই। আর এরপরেই ১৭ কোটি টাকার এফডি বাজেয়াপ্ত করে তদন্তকারী সংস্থা। আর এরপরেই ছয়টি ব্যাঙ্কে চিঠি সিবিআইয়ের।সেগুলি প্রত্যেকটি বোলপুরেই রয়েছে। শুধু তাই নয়, ওই ছয়টি ব্যাঙ্কেই অনুব্রত মন্ডলের অ্যাকাউন্ট আছে। এমনকি পরিবারের অন্যান্য সদস্যদেরও অ্যাকাউন্ট ওই সমস্ত ব্যাঙ্কে আছে বলে সিবিআই সূত্রে খবর। আর এরপরেই ওই চিঠি বলে জানা যাচ্ছে।

ফিক্সড ডিপোজিট আছে

ফিক্সড ডিপোজিট আছে

সিবিআই সূত্রে খবর, ব্যাঙ্কগুলিতে অনুব্রত মণ্ডল ও তাঁর আত্মীয়দের নামে ফিক্সড ডিপোজিট আছে বলেও জানা যাচ্ছে। ঠিক কত টাকার ডিপোজিট আছে সেবিষয়ে তথ্য দিয়ে জানতে চাওয়া হয়েছে। এমনকি অ্যাকাউন্টগুলিতে ঠিক কত টাকার লেনদেন, কতবার হয়েছে সমস্ত তথ্য চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু অনুব্রত মন্ডলই নয়, তাঁর ঘনিষ্ঠ, পরিচিত এমন দশজনের নামের তালিকা দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে। এমনটাই সিবিআই সূত্রে খবর। তদন্তকারীরা মনে করছেন গরু পাচারের বিপুল টাকা সম্ভবত ওই সমস্ত অ্যাকাউন্টে আছে।

বীরভূমে বসে কন্ট্রোল?

বীরভূমে বসে কন্ট্রোল?

অন্যদিকে তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য পেয়েছে সিবিআই। তদন্তকারী সুত্রে খবর, মুর্শিদাবাদের কিছু জায়গায় গরুপাচার কন্ট্রোল নাকি বীরভূমে বসেই করা হত। এমনকি অনুব্রত মন্ডলের হয়ে কাদেহরক্ষী সায়গল হোসেন কাজ করত বলেও মারাত্মক তথ্য তদন্তকারীদের হাতে। এমনকি গরু পাচারের অন্যতম চক্রী এনামুলের অন্যতম সঙ্গী শেখ আব্দুল লতিফ পুরো বিষয়টি সামলাতেন বলেও চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে এসেছে বলে জানা যাচ্ছে। শেখ আব্দুল লতিফ ইলামবাজারের হাটের দালাল বলে জানা যায়।

তদন্তে প্রভাব পড়বে বলে আশঙ্কা।

তদন্তে প্রভাব পড়বে বলে আশঙ্কা।

এছাড়াও গরু পাচারের একাধিক তথ্য সিবিআইয়ের হাতে এসেছে বলে জানা যাচ্ছে। আজ দেহরক্ষী সায়গলকে আদালতে তোলা হয়। জানা যাচ্ছে, নতুন করে সিবিআই সায়গলের জেলের আবেদন জানাবে। পাশাপাশি জামিনের তীব্র বিরোধীতা করা হবে বলেও খবর। কারণ সিবিআই সূত্রে খবর, গিরু পাচারের কার্যত প্রত্যেকদিনই নিত্য নতুন তথ্য আসছে। এই অবস্থায় সায়গল জামিন পেলে তদন্তে প্রভাব পড়বে বলে আশঙ্কা।

ফাইল হাতে হাইকোর্টে সুকন্যা মণ্ডল পৌঁছতেই গরু পাচার চিৎকার মহিলার ফাইল হাতে হাইকোর্টে সুকন্যা মণ্ডল পৌঁছতেই গরু পাচার চিৎকার মহিলার

English summary
Anubrata Controlled cattle smuggling from Birbhum! CBI sends letter to several banks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X