For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোদপুরে 'বাঘে'র আক্রমণ! রাত পাহারায় স্থানীয় বাসিন্দারা

উত্তর ২৪ পরগনার সোদপুরে বাঘের মতো প্রাণীর হামলা। এক ব্যক্তি ওই প্রাণীর হামলায় চিৎকার করলে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। তবে বাঘের মতো প্রাণীটি ঠিক কী, তা এখনও স্পষ্ট নয়

  • |
Google Oneindia Bengali News

উত্তর ২৪ পরগনার সোদপুরে বাঘের মতো প্রাণীর হামলা। এক ব্যক্তি ওই প্রাণীর হামলায় চিৎকার করলে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। তবে বাঘের মতো প্রাণীটি ঠিক কী, তা এখনও স্পষ্ট নয়। তবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা রাত পাহারা দেওয়ার কাজও শুরু করেছেন।

সোদপুরে নাটাগড়ে হামলা

সোদপুরে নাটাগড়ে হামলা

বাঘের মতো দেখতে প্রাণীর হামলার ঘটনাটি সোদপুরের নাটাগড়ের। বুধবার মধ্যরাতের। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তাঁর ওপরে বাঘের মতো দেখতে প্রাণীটি হামলা করে। হামলায় তিনি আহতও হন। তবে এই ঘটনার সঙ্গে সঙ্গে এলাকায় বাঘের আতঙ্ক তৈরি হয়। স্থানীয়রা রাত পাহারা দিতে শুরু করেন। তবে সেই প্রাণীর আর দেখা মেলেনি।

তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি

তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় সেরকম বড় কোনও জঙ্গল নেই। ওই ঘটনার পরে এলাকার মানুষজন বাঁশ, লাঠি, টর্ম নিয়ে তল্লাশি চালান। কিন্তু কিছুই পাওয়া যায়নি। তবে আগামী কয়েরদিন রাতপাহারার কাজ চালিয়ে যাওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয়রা।

বাঘরোল না অন্যকিছু

বাঘরোল না অন্যকিছু

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বন দফতরকে ফোন করা হলেও, ঘটনাটিকে গুরুত্ব দেওয়া হয়নি। তবে ঘন বসতিপূর্ণ এলাকায় বাঘ কী করে আসবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে অধিকাংশ মানুষ। পাশাপাশি তাঁরা বলছেন এলাকায় সেভাবে বাঘরোলের দেখাও মেলেনি। কবে এলাকার বাঘরোলের দেখা মিলেছিল, তাও বয়স্করা মনে করতে পারছেন না।

কিছু দিন আগে ছিল অজগরের আতঙ্ক

কিছু দিন আগে ছিল অজগরের আতঙ্ক

বেশ কিছু দিন আগে সোদপুরে অজগরের আতঙ্ক ছড়ায়। এলাকার আটনম্বর রেল গেটের ওপরে একটি অজগর মৃত অবস্থায় পড়ে ছিল। বহু মানুষ সেটিকে দেখতে ভিড় করেছিলেন। স্থানীয়গের অনুমান কোনও ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে অজগরটির। কিন্তু কীভাবে অজগরটি সেখানে এল তা নিয়ে প্রশ্ন ওঠে। যেরকম এবার ছড়িয়েছে বাঘের আতঙ্ক।

(প্রতীকী ছবি)

মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ নেই! বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক 'চাকর' তাপস চট্টোপাধ্যায়মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ নেই! বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক 'চাকর' তাপস চট্টোপাধ্যায়

English summary
Tiger like animal attacks in Sodepur in North 24 Parganas, local people has started keep watching at night
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X