For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হোয়াই চিট ইন্ডিয়া' প্রশ্ন তুলে দর্শকমন মজাতে পারলেন কি ইমরান!ছবির গল্প কোন বার্তা দিচ্ছে

কথায় বলে,' লোভে পাপ পাপে মৃত্যু', কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিতে লোভে পাপ আর পাপেই দুর্নীতি! সেই দুর্নীতির শিকড় সুদুরপ্রসারী হলেই মর্মান্তিক পরিণতি।

  • |
Google Oneindia Bengali News

Rating:
0.5/5
Star Cast: ইমরান হাশমি
Director: সৌমিক সেন

কথায় বলে,' লোভে পাপ পাপে মৃত্যু', কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিতে লোভে পাপ আর পাপেই দুর্নীতি! সেই দুর্নীতির শিকড় সুদুরপ্রসারী হলেই মর্মান্তিক পরিণতি। এ প্রবচনবাক্য অনেকে জেনেও লোভের পাঁকে অনেকেই পা গলিয়ে ফেলেন, আর তাতেই দুর্নীতির জাল ঘিরে ধরে ক্রমশ।এমনই এক দুর্নীতির গল্প বলেছে সৌমিক সেন পরিচালিত ও ইমরান হাশমি অভিনীত 'হোয়াই চিট ইন্ডিয়া'।

চিত্রনাট্য

চিত্রনাট্য

এই গল্পের শুরু এক দুর্নীতি নিয়ে। যে দুর্নীতি ছড়িয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রের বিভিন্ন দিকে। এমন এক দুর্নীতি ছড়িয়ে পড়ছে রাকেশ সিং তথা রকি (ইমরান হাশমি)দের হাত ধরে। উচ্চবিত্ত শ্রেনীর সন্তানদের হয়ে অর্থের বদলে মেধাবী পড়ুয়াদের দিয়ে পরীক্ষা দেওয়ানোর কাজ চালান এই রাকেশ। পরীক্ষার হল-এ অন্যের নামে সামান্য কিছু অর্থের জন্য দরিদ্র পড়ুয়ারা পরীক্ষায় বসে। এই দুর্নীতির ব্যবসা নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে চলছিল রাকেশ।কিন্তু এরপরই ঘটে যায় এক আদ্ঙুত কাণ্ড। চিত্রনাট্যের মোড় ঘুরতে থাকে।

অভিনয়

অভিনয়

বহুদিন বাদে ইমরান হাশমি আবারও স্ক্রিনে। তবে গল্পের গতিহীনতায় তাঁর দাপুটে অভিনয় ফিকে হয়ে পড়েছে। ছবি জুড়ে শুধুই স্ক্রিন প্রেজেন্সে ইমরানকে পাওয়া গেলেও , সেভাবে অভিনয় দক্ষতায় এই ছবি মন ভরাতে পারেনি।

পরিচালনা

পরিচালনা

সৌমিক সেন পরিচালিত এই ছবি প্রথম ভাগে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। গল্পের বুনোট কোথাও আগলা হতে গিয়ে কার্যত ছিঁড়ে গিয়েছে। তহে আলফান্সো রায়ের সিনেমাটোগ্রাফি বেশ চমকপ্রদ। এছাড়া ছবিতে সেভাবে কোনও দিকই মন মজাতে পারেনি।

সবশেষে

সবশেষে

কথায় বলে সরস্বতীর আশির্বাদ থাকলেই লক্ষ্নীলাভ হয়। তবে লক্ষ্মীলাভের আশায় সরস্বতীর বিদ্য়াক্ষেত্রে দুর্নীতির আজব খেলাই 'হোয়াই চিট ইন্ডিয়া'র মূল কাহিনি। তবে গত সপ্তাহে মুক্তি প্রাপ্ত 'উরি' ছবির বক্স অফিস সাফল্যের পাশে এই সপ্তাহে 'হোয়াই চিট ইন্ডিয়া' কতটা দাঁড়াতে পারবে তা নিয়ে রয়েছে সন্দেহ।

English summary
Why Cheat India movie review: Emraan Hashmi yawns through a boring film.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X