থ্রিলার কমেডি সিরিজের মাধ্যমে ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটবে শাহিদ কাপুরের
সিনেমার চেয়ে এখন ওয়েব সিরিজে অভিনয় করার ঝোঁক বেড়েছে ছোট তারকাদের পাশাপাশি বলিউডের শীর্ষ তারকাদের মধ্যেও। কারণ করোনা ভাইরাস লকডাউনের কারণে মনোরঞ্জনের নয়া মাধ্যম হিসাবে জায়গা করে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। তাই দর্শকদের কাছে সহজেই পৌঁছানোর জন্য সইফ আলি থেকে ববি দেওল সকলেই ওয়েব সিরিজের রাস্তা বেছে নিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন অভিনেতা শাহিদ কাপুর। আ্যামাজন প্রাইমের জন্য থ্রিলার কমেডি সিরিজে অভিনয় করবেন শাহিদ।

পরিচালনার দায়িত্বে 'ফ্যামিলি ম্যান’ খ্যাত রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে। চিত্রনাট্য লিখেছেন সীতা আর মেনন, সুমন কুমার ও হুসেন দালাল। প্রথমবার ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা নিয়ে শাহিদ কাপুর জানিয়েছেন, তিনি পরিচালকদ্বয়ের সঙ্গে কাজ করতে অনেকদিন ধরে চেয়েছিলেন। তাঁদের কাজ 'স্ত্রী’ বা 'গো গোয়া গন’ ভাল লেগেছিল শাহিদের।
ফলে যখন দুই পরিচালক তাঁকে চিত্রনাট্য শোনান, তিনি আর না বলেননি বলেই জানিয়েছেন 'জব উই মেট’ খ্য়াত অভিনেতা। ২০১৯-এ ব্লকবাস্টার ছবি কবীর সিং-এ শেষবারের মতো দেখা গিয়েছিল শাহিদ কাপুরকে। সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছেন তেলেগু ছবি 'জার্সি’র শুটিং-এ।