For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

WBJEE Result 2022: ১৭ জুন জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ! কীভাবে দেখবেন রইল খুঁটিনাটি

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে। কার্যত রেকর্ড সংখ্যায় পাশ করেছেন। এবার জয়েন্টের ফলপ্রকাশের পালা। ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি।

  • |
Google Oneindia Bengali News

WBJEE Result 2022: মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে। কার্যত রেকর্ড সংখ্যায় পাশ করেছেন। এবার জয়েন্টের ফলপ্রকাশের পালা। ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি।

অন্যান্য পরীক্ষাগুলির মতোই জয়েন্টের পরীক্ষা হয় অফলাইনেই। করোনা বিধি মেনেই একেবারে এই পরীক্ষা নেওয়া হয়। অন্যান্য বারের তুলনায় এবার সেন্টারও অনেক বেশি ছিল। এছাড়াও একাধিক ব্যবস্থা ছিল।

কবে পরীক্ষার ফলাফল

কবে পরীক্ষার ফলাফল

ইতিমধ্যে ফলপ্রকাশের তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড। ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার অর্থাৎ ১৭ জুন জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ (WBJEE Result 2022) করা হবে। বিকেল চারটে থেকে অনলাইনের মাধ্যমে ফলাফল জানাতে পারা যাবে। তবে দুপুর আড়াইটের সময় বোর্ডের তরফে সাংবাদিক সম্মেলন করে ফলপ্রকাশ করা হবে। এবার পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪৮ দিনের মাথায় ফলপ্রকাশ করছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ৩০ এপ্রিল এই পরীক্ষা নেওয়া হয়েছিল।

জরুরি তথ্য-

জরুরি তথ্য-

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ফলাফল প্রকাশ করা হবে। এবার প্রায় লক্ষাধিকের বেশি (WBJEE Result 2022) পরীক্ষার্থী জয়েন্টের পরীক্ষায় বসেন। বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। এমনকি র‍্যাংক কার্ডও ডাউনলোড করা যাবে বলে জানা যাচ্ছে। বেশ কয়েকটি ওয়েবসাইটে ফলাফল জানা যাবে বোর্ডের তরফে জানানো হয়েছে। আর সেই ওয়েবসাইটগুলি হল- www.wbjeeb.nic.ইন এবং www.wbjeeb.ইন। এ বার প্রথম দশের মেধা তালিকা প্রকাশ (WBJEE Result 2022) করা হবে বলে জানা যাচ্ছে।

কী ভাবে ফল দেখবেন

কী ভাবে ফল দেখবেন

wbjeeb.nic.ইন- এই ওয়েবসাইট খুলতে হবে। এরপর Result-বলে একটি অপশন থাকবে। সেখানেই পরীক্ষার্থীদের ক্লিক (WBJEE Result 2022) করতে হবে। ওয়েবসাইটে কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে। বিশেষ করে নাম-রোল নম্বর এগুলি দিতে হবে। আর এরপরেই তা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আর এরপরেই WBJEE-র ফল স্ক্রিনে দেখা যাবে। দেখা যাবে আবার ডাউনলোডও রেজাল্ট করা যাবে। এমনকি প্রিন্ট আউট হিসাবেও রাখা যেতে পারে। তবে ফলাফলে সমস্ত তথ্য (WBJEE Result 2022) ঠিক রয়েছে কিনা তা ভালো ভাবে দেখে নিতে হবে বলে জানানো হয়েছে।

English summary
WBJEE Result 2022: west bengal joint entrance examination board announce result date on june 17
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X