For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০: মিউচুয়াল ফান্ডেও হাত মোদী সরকারের, মাথায় হাত বিনিয়োগকারীদের

এবারের বাজেটে শুধু এলআইসির বিলগ্নিকরণই নয়, মিউচুয়াল ফান্ডের আয়ের হাত দিয়েছে মোদী সরকার। যাঁরা মিউচুয়াল ফান্ডের আয়ে নির্ভর করেন, তাঁরা অনেকটাই ধাক্কা খাবেন সরকারের এই সিদ্ধান্তে।

  • |
Google Oneindia Bengali News

এবারের বাজেটে শুধু এলআইসির বিলগ্নিকরণই নয়, মিউচুয়াল ফান্ডের আয়ের হাত দিয়েছে মোদী সরকার। যাঁরা মিউচুয়াল ফান্ডের আয়ে নির্ভর করেন, তাঁরা অনেকটাই ধাক্কা খাবেন সরকারের এই সিদ্ধান্তে। বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে, মিউচুয়াল ফান্ডের আয় ৫ হাজার টাকার বেশি হলেই আয় থেকে সরাসরি ১০ শতাংশ কেটে নেওয়া হবে।

ফিনান্স বিল ২০২০-তে ছিল প্রস্তাব

ফিনান্স বিল ২০২০-তে ছিল প্রস্তাব

এবারের ফিনান্স বিলে ১৯৪কে ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। যা রয়েছে ক্লজ ৮০তে। সেখানে মিউচুয়াল ফান্ড রিটার্নে ট্যাক্স ধার্য করার কথা বলা হয়েছে।

১০ শতাংশ টিডিএস

১০ শতাংশ টিডিএস

বিনিয়োগকারীকে যে মোডেই টাকা দেওয়া হোক না কেন, ১০ শতাংশ টিডিএস কেটে নেওয়ার কথা বলা হয়েছে বাজেট প্রস্তাবে।

ব্যাঙ্কের মতোই হচ্ছে মিউচুয়াল ফান্ড

ব্যাঙ্কের মতোই হচ্ছে মিউচুয়াল ফান্ড

এক আযকর আধিকারিক জানিয়েছেন, মিউচুয়াল ফান্ড অনেকটাই হতে যাচ্ছে ব্যাঙ্কের এফডির মতো। যেখানে টিডিএস কেটে নেওয়া হয়।

বিনিয়োগকারীর হাতে যাবে কম টাকা

বিনিয়োগকারীর হাতে যাবে কম টাকা

সরকারের এই সিদ্ধান্তের জেরে বিনিয়োগকারীর হাতে কম টাকা যাবে। বেশি আয়ের ব্যক্তিদের সমস্যা বেশি হবে। কিন্তু কম আয়ের ব্যক্তিরা ইনকামট্যাক্স রিটার্ন দাখিল করে রিফান্ড চাইতে পারবেন।

English summary
Union Budget 2020 has introduced a deduction of tax on income from mutual funds
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X