For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোথায় কোথায় প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৮%-এর বেশি! রয়েছে সর্বোচ্চ কর ছাড়ের সুবিধা

সুদ থেকে উপার্জন প্রবীণ নাগরিকদের আয়ের অন্যতম উপায়। বিভিন্ন ব্যাঙ্ক এই মুহূর্তে প্রবীণ নাগরিকদের জন্য আট শতাংশের ওপরে সুদ দিচ্ছে। এছাড়াও প্রবীণ নাগরিকরা সুদের ওপরে সর্বোচ্চ কর ছাড়ের সুবিধা পেয়ে থাকেন।

  • |
Google Oneindia Bengali News

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যার জেরে ব্যাঙ্কগুলি সুদের হার বাড়িয়েছে। ফিক্সড ডিপোজিটে বেড়েছে সুদের হার। এক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে প্রবীণ নাগরিকদের। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি কয়েকটি ব্যাঙ্ক ৮ শতাংশের বেশি সুদ দিচ্ছে।

 অ্যাক্সিস ব্যাঙ্ক

অ্যাক্সিস ব্যাঙ্ক

২ বছর থেকে ৩০ মাসের কম সময়ের মেয়াদে বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে এই ব্যাঙ্কে সুদের হার ৮.০১ শতাংশ।

 ডিসিবি

ডিসিবি

৭০০ দিন থেকে ৩৬ মাসের কম সময়ে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৮.৩৫ শতাংশ। এছাড়াও ১৮ মাস থেকে ৭০০ দিনের কম সময়ের জন্য প্রবীণ নাগরিকদের ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে।

 আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে বয়স্ক নাগরিকদের জন্য ১৮ মাস এক দিন থেকে ৩ বছর পর্যন্ত সুদের হার ৮ শতাংশ।

ইয়েস ব্যাঙ্ক

ইয়েস ব্যাঙ্ক

প্রবীণ নাগরিকদের জন্য ইয়েস ব্যাঙ্ক সুদ দিচ্ছে ৮ শতাংশ। তবে এক্ষেত্রে এফডি করতে হবে অন্তত ২৫ মাসের জন্য। তবে ৩৫ মাস সময়ের জন্য এফডি করলে সুদের হার পাওয়া যাবে ৮.২৫ শতাংশ।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৬৬৬ দিনের ফিক্সড ডিপোজিটে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৮.০৫ শতাংশ সুদ দিচ্ছে।

অন্য ব্যাঙ্কে কোথায় কী সুবিধা

অন্য ব্যাঙ্কে কোথায় কী সুবিধা

বেসরকারি ক্ষেত্রের সব থেকে বড় ব্যাঙ্ক এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৪৪৪ দিনের জন্য সর্বোচ্চ ৭.৬৫ শতাংশ সুদ দিচ্ছে।

 সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেন কারা

সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেন কারা

মহিলা কিংবা পুরুষ যাঁদের বয়স ৬০ বছর পেরিয়ে গিয়েছে এবং সেই বয়সসীমা রয়েছে ৮০ বছরের মধ্যে, তাঁরা প্রবীণ নাগরিক। অন্যদিকে সেই বয়সসীমা ৮০ বছর পেরিয়ে গেলে তাঁরা সুপার সিনিয়র সিটিজেনের গোত্রে পড়ে যাচ্ছেন।

প্রবীণ নাগরিকদের সুদের ওপরে কর ছাড়

প্রবীণ নাগরিকদের সুদের ওপরে কর ছাড়

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে প্যান ছাড়াও ব্যাঙ্কের এফডির ক্ষেত্রে 15H ফর্ম জমা দেওয়া মাস্ট। প্রবীণ নাগরিকরা বর্তমানে ৮০ সি ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেয়ে থাকেন। তাঁদের স্টান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা। এছাড়াও সুদের ওপরে তাঁরা ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে থাকেন। এর পরে ব্যাঙ্কগুলি সুদের ওপরে ১০ শতাংশ কর কেটে থাকে। এর পুরোটাই চলে যায় আয়কর দফতরের কাছে।

English summary
Senior Citizens can get more than 8% interest from Nationalised and Private Banks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X