For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Bank Holidays November: ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও! জরুরি কাজ সেরে ফেলুন

অক্টোবর মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন! গোটা মাস কার্যত উৎসবের মরশুমেই কেটে গিয়েছে। আর এই উৎসবের মরশুমে দীর্ঘদিন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থেকেছে। নতুন একটা মাস পড়তে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

অক্টোবর মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন! গোটা মাস কার্যত উৎসবের মরশুমেই কেটে গিয়েছে। আর এই উৎসবের মরশুমে দীর্ঘদিন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থেকেছে। নতুন একটা মাস পড়তে চলেছে।

আর নতুন মাস অর্থাৎ নভেম্বরেও বেশ কয়েকটা দিন বন্ধ থাকছে। তথ্য বলছে সপ্তাহের মাঝে দুটি শনিবার এবং রবিবার মিলিয়ে প্রায় ১৭দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে।

ফলে নভেম্বর মাসে যদি ব্যাঙ্কের কোনও কাজ থাকে তাহলে আগে ভাগে সেরে নেওয়াটাই প্রয়োজন।

১৭ দিনের ছুটি রয়েছে ব্যাঙ্কের

১৭ দিনের ছুটি রয়েছে ব্যাঙ্কের

১৭ দিনের ছুটি রয়েছে ব্যাঙ্কের। দেই ছুটির লিস্ট দেখে নেওয়া প্রয়োজন। আর সেই মতো ব্যাঙ্কের কাজ সেরে নেওয়াটা প্রয়োজন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বিভিন্ন শহরে ব্যাঙ্কের জন্যে ছুটির তালিকা আলাদা করে তৈরি করেছে। কোনও বিশেষ দিনে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক ছুটি থাকলে দেশের অন্যান্য প্রান্তে আবার সেদিন ব্যাঙ্ক খোলা থাকতেই পারে। তবে এমন কিছু ছুটির দিন পড়ে তাতে গোটা দেশে একদিণেই বন্ধ থাকে ব্যাঙ্ক পরিষেবা। তবে ছুটির দিনগুলিতে ব্যাঙ্ক থেকে টাকা তোলা কিংবা জমা দেওয়া যায় না। তবে বলে রাখা প্রয়োজন কেন্দ্রীয় সরকার ছুটিকে তিন ক্যাটাগরিতে ভাগ করেছে। এই তিন ক্ষেত্র অর্থাৎ Holidays under Negotiable Act, Real Time Gross Settlement Holidays and Bank Closing of Accounts.

এই সমস্ত তারিখে বন্ধ থাকবে ব্যাঙ্ক

এই সমস্ত তারিখে বন্ধ থাকবে ব্যাঙ্ক

১লা নভেম্বর- কন্নড় রাজ্যউৎসব কূট রয়েছে। আর তাতে ব্যাঙ্গালুরু এবং ইম্ফলের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩ নভেম্বর- নরক চতুদরশীতে ব্যাঙ্গালুরুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৪ নভেম্বর-দিওয়ালি অমবস্যা ( লক্ষ্মী পুজন) /দীপাবলি/ কালী পুজা থাকাতে ব্যাঙ্গালুরু ছাড়া দেশের সমস্ত শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫ নভেম্বর- অহমাদেবাদ, বেলাপুর, ব্যাঙ্গালুরু,। দেহরাদুন সহ দেশের একাধিক শহরে দিওয়ালী, গোবর্ধন পুজো থাকাতে বন্ধ থাকবে ব্যাঙ্ক

৬ নভেম্বর- ভাই ফোঁটা/ভাই দুজ/চিত্রগুপ্ত জয়ন্তী/লক্ষী পুজা, দীপাবলি থাকাতে একাধিক শহরে সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০ নভেম্বর- ছট পুজো উপলক্ষে পাটনা এবং রাচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। রাজ্যে ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

১১ নভেম্বর- ছট পুজো উপলক্ষে পাটনাতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনও রাজ্যে ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

১২ নভেম্বর- বিশেষ মহোৎসব থাকাতে শিলংয়ে এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৯ নভেম্বর- গুরু নানক জয়ন্তী/ কার্ত্তিক পূর্ণিমা থাকাতে দেশের একাধিক শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেদিন পশ্চিমবঙ্গেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২২ নভেম্বর- কনকদাস জয়ন্তিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে শুধু ব্যাঙ্গালুরুতে।

২৩ নভেম্বর- বিশেষ কারনে শিলংয়ে এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

উল্লেখ্য, এই সমস্ত ছুটি ছাড়া মাসের দ্বিতীয় সপ্তাহ এবং চতুর্থ শনিবারের জন্যে ১৩ নভেম্বর এবং ২৭ নভেম্বর ব্যাঙ্ক গটা দেশে বন্ধ থাকবে। অন্যদিকে রবিবারের জন্যে ৭, ১৪, ২১ এবং ২৮ নভেম্বর সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

অনলাইন পরিষেবা চলবে

অনলাইন পরিষেবা চলবে

ছুটির দিনগুলিতে ব্যাঙ্ক রিষেবাতে প্রভাব পড়বে। এমনকি প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও। ড্রাই হয়ে যেতে পারে এটিএম মেশিনগুলিতে। ফলে ছুটির দিনের আগে বাড়তি টাকা তুলে রাখাই ভাল। তবে বলে রাখা প্রয়োজন ছুটির দিনগুলিতে ব্যাঙ্কের অনলাইন পরিষেবা জারি থাকবে। ফলে নগদ টাকা জমা কিংবা তুলতে না পারলেও অন্যান্য ব্যাঙ্কের কাজ অনলাইনের মাধ্যমে সেরে ফেলতে পারবেন গ্রাহকরা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Know the holidays of bank for the month of November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X