For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Nostradamus: বিশ্বযুদ্ধ থেকে পারমানবিক বোমা! ২০২৩ নিয়ে নস্ট্রাদামুসের ভয় ধরানো ভবিষ্যৎবাণী

Nostradamus: বিশ্বযুদ্ধ থেকে পারমানবিক বোমা! ২০২৩ নিয়ে নস্ট্রাদামুসের ভয় ধরানো ভবিষ্যৎবাণী

  • |
Google Oneindia Bengali News

মৃত্যুর ৫০০ বছর পরেও ভবিষ্যৎবিদদের মধ্যে একজন হলেন নস্ট্রাদামুস। ১৬ শতকের ফরাসি জ্যোতিষী মৃত্যুর আগে উত্তারাধিকারী হিসেবে রেখে গিয়েছেন, তার সব থেকে স্বীকৃত বই লেস প্রফেটিস। সেই বই থেকেই ভবিষ্যৎবাণীগুলি পাওয়া যাচ্ছে।

বছরের পর বছর ধরে নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী খ্যাতির সীমানা অতিক্রম করলেও অনেক বিশেষজ্ঞ দাবি করেন, এই ভবিষ্যৎবাণঈ আর বিশ্বের ঘটনাগুলির মধ্যে কোনও সম্পর্ক নেই।

 নতুন পোপ

নতুন পোপ

বছরের শুরুতে ক্যাথলিক চার্চের নেতৃত্ব দেওয়ার জন্য একজন নতুন পোপ নির্বাচিত হবেন। পোপ ফ্রান্সিস তাঁর বেশি বয়সের কারণে নিজের জায়গা ছাড়বেন। তাঁর জায়গায় যিনি আসবেন, তিনি একজন বিপজ্জনক ব্যক্তি হবেন। এছাড়াও তিনি কেলেঙ্কারির কারণ হবেন।

ব্রিটিশ রাজপরিবার

ব্রিটিশ রাজপরিবার

২০২২-এ রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হওয়ার সঙ্গে ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে সিংহাসনে থাকা কারো দীর্ঘতম শাসনের অবসান হয়। লেস প্রফেটিস-এ ইঙ্গিত করা হয়েছে, ব্রিটেন থেকে দূরে থাকলেও প্রিন্স হ্যারি রাজা চার্লসের উত্তরাধিকারী হবেন। তবে এটা অনেকেই আশা করেন না। বলা যেতে পারে জায়গাটি তার ভাই প্রিন্স উইলিয়ামের দখলে রয়েছে।

 তৃতীয় বিশ্বযুদ্ধ

তৃতীয় বিশ্বযুদ্ধ

নতুন বছরে সাত মাসের সংঘাত চিন্তার কারণ হবে। যাকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হিসেবেও ধরা যেতে পারে। বহু মানুষের মৃত্যু হবে। তবে তা যেমন ইউক্রেনের যুদ্ধে ঘটতে পারে, আবার তাইওয়ান নিয়ে চিনের সংঘাতের কারণেও হতে পারে।

পারমাণবিক বিস্ফোরণ

পারমাণবিক বিস্ফোরণ

২০২৩-এ শক্তিশালী পারমানবিক বিস্ফোরণ যা ইউরোপীয় দেশগুলিকে প্রভাবিত করবে। যা জলবায়ু পরিবর্তনের ঘটনাকেও ত্বরান্বিত করবে। যে ঘটনা পৃথিবীর পরিবেশগত বিপর্যয়েরও সূচনা করবে বলে ভবিষ্যৎবাণী। এর ফলে ৪০ বছর ধরে রংধনু দেখা যাবে না। এখানেই শেষ নয়, শুষ্ক জমি আরও শুষ্ক হয়ে উঠবে এবং আরও বড় বন্য হবে।

মিশন মঙ্গল

মিশন মঙ্গল

নস্ট্রাদামুস লিখে গিয়েছেন, মঙ্গল গ্রহের আগুন নিভে গেলে আগুন জ্বলবে। ইলন মাস্ক এর আগে বলেছিলেন, তাঁর কোম্পানি স্পেশ এক্স ২০২৯-এর মধ্যে মঙ্গলগ্রহে মহাকাশযান নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী ২০২৩-এ তা ঘটবে।

পরিবর্তন সামাজিক ব্যবস্থায়

পরিবর্তন সামাজিক ব্যবস্থায়

২০২৩-এ একজন পুরুষ ও একজন মহিলা নতুন সমাজ ব্যবস্থা তৈরি করতে কাজ করবেন। সেটি ভাল কাজ হলেও, খুব বেশিগিন স্থায়ী হবে না। তবে তার প্রভাব সমাজ জীবনে থেকে যাবে।

নস্ট্রাদামুসের জন্ম ১৫০৩ সালে দক্ষিণ ফ্রান্সে। তাঁর মৃত্যু ১৫৬৬ সালে। লেস প্রফেটিস নামে বইয়ে তিনি ৬৩৩৮ টি বিষয়ের কথা লিখে গিয়েছিলেন। ভাইরাস সংক্রান্ত সংক্রমণ নিয়েও সতর্ক করে গিয়েছিলেন তিনি। হিসেবে দেখা গিয়েছে, তাঁর ভবিষ্যৎবাণীর অর্ধেকের বেশি মিলেছে।

English summary
Nostradamus' prediction about 2023 on World War, Nuclear Bomb and others
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X