For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার সন্তান কি কুম্ভরাশির জাতক, তার এই বিশেষ বৈশিষ্টটি লক্ষ্য করেছেন তো

রাশির বিচারে এক একটি শিশু এক এক রকমের স্বভাবের হয়ে থাকে। দেখে নেওয়া যাক কুম্ভরাশির শিশুরা কেমন স্বভাবের হয়।

  • |
Google Oneindia Bengali News

ছোটদের মনস্তত্ত্ব বোঝা কঠিন বিষয়। তাদের কোন দিকে ঝোঁক রয়েছে, বা কোন দিকে বেশি আগ্রহ, তা নিয়ে বহু রকমের সংশয় থাকে অভিভাবকের মনে।

[আরও পড়ুন:আপনার শিশুর রাশি কি 'মীন', তাহলে তার বিষয়ে জেনে নিন এই তথ্যগুলি][আরও পড়ুন:আপনার শিশুর রাশি কি 'মীন', তাহলে তার বিষয়ে জেনে নিন এই তথ্যগুলি]

রাশির বিচারে এক একটি শিশু এক এক রকমের স্বভাবের হয়ে থাকে। দেখে নেওয়া যাক কুম্ভরাশির শিশুরা কেমন স্বভাবের হয়।

যুক্তিবোধ

যুক্তিবোধ

কুম্ভরাশির বাচ্চারা সাধারণত যুক্তি বোধে ভরপুর হয়। যেকোনও বিষয়ে এরা প্রশ্ন করে ,সেই বিষয়টি সম্পর্কে বুঝতে চায় আগ্রহ সহকারে। নিজের কাজের বিষয়ে এঁরা খুবই স্পষ্ট চিন্তাভাবনা রাখে।

[আরও পড়ুন:আপনার যৌনজীবন কেমন কাটবে, জেনে নিন রাশির বিচারে][আরও পড়ুন:আপনার যৌনজীবন কেমন কাটবে, জেনে নিন রাশির বিচারে]

প্রাণোচ্ছল স্বভাব

প্রাণোচ্ছল স্বভাব

এই রাশির জাতকরা সাধারণত প্রাণোচ্ছল স্বভাবের হয়ে থাকে। প্রচুর বুদ্ধিমত্তাার সঙ্গে এদের সংবেদনশীলতা, উচ্ছাস সবই বেশ বেশি থাকে। এরা নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় করতে ভালোবাসে। মিশুকে স্বভাবের হয়।

[আরও পড়ুন:পার্টনারের ভালোবাসা পেতে এই জিনিস গুলি করে দেখুন, ফল মিলবেই][আরও পড়ুন:পার্টনারের ভালোবাসা পেতে এই জিনিস গুলি করে দেখুন, ফল মিলবেই]

সহজে ভুলে যায়

সহজে ভুলে যায়

কুম্ভরাশির জাতক শিশুদের একটু ভুলে যাওয়ার স্বভাব থাকে। তবে তা বিশেষ চিন্তার কোনও বিষয় নয় অভিভাবকদের জন্য।

একটুতেই ঠোঁট ফোলায়!

একটুতেই ঠোঁট ফোলায়!

কুম্ভরাশির শিশুকে চট করে বকাঝকা করা থেকে বিরত থাকুন। এরা একটু চেঁচামিচি করে কথা বললেই কেঁদে ফেলে । কারোর কোনও কথা যদি একবার এদের মনে খারাপ লেগে যায়, তাহলে সেই ব্যক্তিকে আর পছন্দই করে না সে।

খুব সাবধানে মিশুন কুম্ভরাশির জাতকদের সঙ্গে

খুব সাবধানে মিশুন কুম্ভরাশির জাতকদের সঙ্গে

কুম্ভরাশির জাতকদের সঙ্গে মিশতে হলে খুব সাবধান। এই শিশুরা মিশুকে হলেও, মাঝে সাঝে কোনও একটি বিষয় নিয়ে সংবেদনশীল হয়ে যায়। আর তা হলেই কেঁদেক কেটে সারা পাড়া একজোট করে ফেলে!

 বিশেষ বৈশিষ্ট

বিশেষ বৈশিষ্ট

কুম্ভরাশির জাতক শিশুরা যতই বড় হতে থাকে ততই তাদের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা বাড়তে থাকে। তারা সহজেই কোনও ঘটনা সম্পর্কে আগাম আঁচ করতে পারে।

English summary
If your baby was born between January 20th -February 18th, then you have a smart, wily, broad-minded Aquarius kiddo. Children born under the Aquarian sign usually have an analytical and logical mind and ask reasons about everything. They are also very clear in their actions and conscious of their results.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X