For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথিবীর আকাশে সবুজ রংয়ের ধূমকেতু দর্শন, বিরল ছবি ধরা পড়ল ভারতীয় টেলিস্কোপে

পৃথিবীর আকাশে সবুজ রংয়ের ধূমকেতু দর্শন, বিরল ছবি ধরা পড়ল ভারতীয় টেলিস্কোপে

  • |
Google Oneindia Bengali News

৫০ হাজার বছর পর পৃথিবীর আকাশে হাজির হয়েছে এক বিরল ধূমকেতু। সূর্যের সবথেকে কাছে আসা এই ধূমকেতু দেখতে সবুজ। এই ধূমকেতুটি এদিন পৃথিবীর সবথেকে কাছে আসবে। তার আগে ভারতের হিমালয়ান চন্দ্র টেলিস্কোপে ধরা পড়েছে এই ধূমকেতুর সবুজ ছবি।

ভারতের চন্দ্র টেলিস্কোপে ধূমকেতুর ছবি

ভারতের চন্দ্র টেলিস্কোপে ধূমকেতুর ছবি

লাদাখের হ্যানলেতে স্থাপিত ভারতের চন্দ্র টেলিস্কোপে সম্প্রতি ধূমকেতুটির একটি চিত্র ধারণ করে। সেখানেই তাঁকে সবুজ রূপে দেখা যায়। বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন ধূমকেতুর মধ্যে বেশিরভাগই গাঢ় জৈব উপাদানে আবৃত রয়েছে। এগুলি স্নোবল হিসেবে উল্লেখ করা হয়েছে। এখান থেকে সৌরজগতের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে বলে তাঁদের ধারণা।

ধূমকেতুর হরিৎ বর্ণ ধরা পড়েছে চিত্রে

ধূমকেতুর হরিৎ বর্ণ ধরা পড়েছে চিত্রে

হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা ছবি তুলেছেন, তা বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স দ্বারা পরিচালিত। ধূমকেতুটি সূর্যের কক্ষপথে গ্রহগুলির মধ্য দিয়ে যখন পরিভ্রমণ করছিল তখন এই ছবিটি নেওয়া হয়েছে। আর তাতেই দেখা গিয়েছেন ধূমকেতুর হরিৎ বর্ণ।

ধূমকেতুর পুনরাগমনের খবর ৫০ হাজার বছর পর

ধূমকেতুর পুনরাগমনের খবর ৫০ হাজার বছর পর

সম্প্রতি মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন, ৫০ হাজার বছর আগে পৃথিবীর পাশ দিয়ে বিশালাকার ধূমকেতু বয়ে গিয়েছিল, তার পুনরাগমন হচ্ছে। এই ধূমকেতু পৃথিবীর পাশ দিয়ে ধেয়ে যাচ্ছে। শনিবার পৃথিবীর খুব কাছে আসছে। এই ধূমকেতুর নাম দেওয়া হয়েছে 'সি/২০২২ ই৩ (জেডটিএফ), উইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটির'।

ধূমকেতুটি আবিষ্কারের পর সবুজ রূপে ধরা দিয়েছে

ধূমকেতুটি আবিষ্কারের পর সবুজ রূপে ধরা দিয়েছে

২০২২ সালের মার্চ মাসে ওয়াইড ফিল্ড সার্ভে ক্যামেরা ব্যবহার করে প্রথম দেখা গিয়েছিল ধূমকেতুটি। তখন থেকেই তা সৌর জগতের মধ্যে রয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে। দীর্ঘ পথ পেরিয়ে ধূমকেতুটি এবার পৃথিবীর কাছে আসছে। ধূমকেতুটি আবিষ্কারের পর থেকে যথেষ্ট উজ্জ্বল রয়েছে। এবং দেখা যাচ্ছে তা সবুজ রূপে।

ধূমকেতুটিতে উজ্জ্বল হয়ে আছে একটি সবুজ রেখা

ধূমকেতুটিতে উজ্জ্বল হয়ে আছে একটি সবুজ রেখা

ধূমকেতুটি ১৪ জানুয়ারি সূর্যের সবথেকে কাছে আসছে। এরপর ১ ফেব্রুয়ারি পৃথিবীর সবথেকে কাছাকাছি আসবে। ধূমকেতুটি খুব সম্প্রতি হিমালয়ান চন্দ্র টেলিস্কোপে ধরা পড়ার পর তার সুস্পষ্ট রূপ সামনে এসেছে। বরফ ও ধুলো দিয়ে তৈরি ধূমকেতুটির একটি সূক্ষ্ম টেলিস্কোপিক চিত্র ধরা পড়েছে। সেখানে উজ্জ্বল হয়ে আছে একটি সবুজ রেখা।

ধূমকেতুটি কি ফের সৌরজগতে ফিরে আসবে

ধূমকেতুটি কি ফের সৌরজগতে ফিরে আসবে

শেষ যে ধূমকেতুটি ২০২০ সালের মার্চ মাসে পৃথিবী থেকে খালি চোখে দেখা গিয়েছিল, তার থেকে উল্লেখযোগ্যভাবে ছোটো এই ধূমকেতু 'সি/২০২২ ই৩ (জেডটিএফ), উইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটি'। এই ধূমকেতুর ব্যস প্রায় এক কিলোমিটার। তবে এরপর ধূমকেতুটি ফের সৌরজগতে ফিরে আসবে, নাকি পাকাপাকিভাবে বিদায় নেবে সৌরজগৎ থেকে, তা স্পষ্ট নয়। ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজির পদার্থবিজ্ঞানের অধ্যাপক টমাস প্রিন্স আর প্যারিস অবজার্ভেটরিতে জ্যোতিপদার্থবিদ নিকোলাস বিভার পরস্পরবিরোধী কথা বলেছেন।

প্রতীকী ছবি

English summary
The comet is rare and shown green in Himalayan Chandra Telescope of India after coming solar system
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X