For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাকাশে এক ফ্রেমে বন্দি জোড়া গ্যালাক্সি, এবার ‘বিরল’ ঘটনা নাসার হাবল টেলিস্কোপে

মহাকাশে এক ফ্রেমে বন্দি জোড়া গ্যালাক্সি, এবার ‘বিরল’ ঘটনা নাসার হাবল টেলিস্কোপে

Google Oneindia Bengali News

নাসার হাবল টেলিস্কোপ এবার তুলে ধরল বিরল ছবি। জেমস ওয়েবের পাশাপাশি খেল দেখানো শুরু করল নাসার হাবল স্পেস টেলিস্কোপও। নাসার হাবল ও জেমস ওয়েব টেলিস্কোপ মহাশূন্যের নানা অজানাকে বিশ্বের সামনে তুলে ধরছে। সম্প্রতি নাসা একটি ছবি প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে জোড়া ছায়াপথ। এক ফ্রেমে দুই ছায়াপথ যেন যুদ্ধরত!

দুই সন্নিবিষ্ট ছায়াপথকে এক ফ্রেমে দেখাল হাবল

দুই সন্নিবিষ্ট ছায়াপথকে এক ফ্রেমে দেখাল হাবল

এই ছবি দেখে অনেক জ্যোতির্বিজ্ঞানী ব্যাখ্যা করেছেন, গ্যালাক্সি বা ছায়াপথ দুটি পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। মহাকাশের মহাশূন্যে এক অজানা যুদ্ধের পটভূমি তৈরি করেছে দুই ছায়াপথ। দুই সন্নিবিষ্ট ছায়াপথকে এক ফ্রেমে তুলে ধরে বিরল ঘটনার দৃশ্য দেখিয়েছে নাসার হাবল স্পেস টেলিস্কোপ। জেমস ওয়েবের পাশাপাশি কম যাচ্ছে না হাবলও।

উভয় গ্যালাক্সি একে অপরের বিরুদ্ধে যুদ্ধে রত

উভয় গ্যালাক্সি একে অপরের বিরুদ্ধে যুদ্ধে রত

নাসা জানিয়েছে, হাবল টেলিস্কোপে যে জোড়া ছায়াপথের ছবি দেখা গিয়েছে তাদের নাম এআরপি-ম্যাডোর ৬০৮-৩০৩। ছবিতে জোড়া ছায়াপথকে দেখা গিয়েছে পাশাপাশি অবস্থানে। পাশাপাশি তাঁরা মহাশূন্যে ভাসমান। উভয়েই চক্রাকারে আবর্ত। আর তাঁদের অবস্থান যেন বলছে, তাঁরা যুদ্ধরত। উভয়েই সংঘর্ষের প্রস্তুতি নিয়ে নিয়েছে। বিজ্ঞানীরা এই বার্তা দিয়েছেন যে, উভয় গ্যালাক্সি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন।

নাসার বিজ্ঞানীদের মহাজাগতিক যুদ্ধ বলে ব্যাখ্যা

নাসার বিজ্ঞানীদের মহাজাগতিক যুদ্ধ বলে ব্যাখ্যা

হাবল টেলিস্কোপের ছবিতে দেখা গিয়েছে দুটি ছায়াপথে ছোটো ও বড়ো অসংখ্য নক্ষত্র রয়েছে। রয়েছে অনেক মহাজিগতিক উপাদান। তারা সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুই ছায়াপথের চক্রে। নাসা জানিয়েছে, এই দুই গ্যালাক্সির মধ্যে মহাকর্ষজ বল ক্রিয়াশীল। দুই ছায়াপথ একে অপরকে আকর্ষণ করছে। ফলে তাদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনাকেই নাসার বিজ্ঞানীরা মহাজাগতিক যুদ্ধ বলে ব্যাখ্যা করেছেন।

পরবর্তী সময়ে এই দুই ছায়াপথ কী অবস্থানে আসে

পরবর্তী সময়ে এই দুই ছায়াপথ কী অবস্থানে আসে

হাবল টেলিস্কোপের অ্যাডভান্সড ক্যামেরা ফর সার্ভেস বা এসিএস এই ছবি তুলেছে। যেখানে দুটি ছায়াপথকে দেখা যাচ্ছে সন্নিবিষ্ট অবস্থানে। পরবর্তী সময়ে এই দুই ছায়াপথ কী অবস্থানে আসে বা অবস্থান বদল করে কি না, তার দিকে সজাগ দৃষ্টি রাখবেন নাসার জ্যোতির্বিজ্ঞানীরা। হাবল ও জোমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে ওই জোড়া ছায়াপথে নজর রাখা হবে।

জোড়া ছায়াপথের মধ্যে হারিয়ে যাওয়া তৃতীয়টির সন্ধানে

জোড়া ছায়াপথের মধ্যে হারিয়ে যাওয়া তৃতীয়টির সন্ধানে

মহাকাশে নক্ষত্রমণ্ডলের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা যাবতীয় উপাদান পরীক্ষা-নিরীক্ষার জন্য সম্প্রতি জেমস ওয়েবের সঙ্গে হাত মিলিয়েছে হাবল। শক্তিশালী এই দুই টেলিস্কোপের মাধ্যমে নানা মহাজাগতিক কাণ্ডকারখানা দেখা যাচ্ছে। শুধু জোড়া ছায়াপথ দেখিয়েই ক্ষান্ত নয় নাসার এই অত্যাধুনিক টেলিস্কোপ। এই দুই টেলিস্কোপ এখন এক জোড়া ছায়াপথের মধ্যে হারিয়ে যাওয়া তৃতীয় একটি গ্যালাক্সির সন্ধানে দৃষ্টি নিবদ্ধ করেছে। মহাকাশ গবেষণাকে এক লহমায় বেশ কয়েক ধাপ এগিয়ে দিয়েছে এই আবিষ্কার।

এলিয়েনরা এ বছরই আসছেন পৃথিবীতে! স্রেফ ৪ ডিসেম্বর উল্কাপাতের অপেক্ষা, এক ভবিষ্যদ্বাণীএলিয়েনরা এ বছরই আসছেন পৃথিবীতে! স্রেফ ৪ ডিসেম্বর উল্কাপাতের অপেক্ষা, এক ভবিষ্যদ্বাণী

English summary
NASA’s Hubble space telescope captures two galaxies in one frame those are in war in space
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X