For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাসা পরমাণুচালিত রকেট নিয়ে পাড়ি দেবে মহাকাশে, সেদিন আর বেশি দূরে নেই

৫০ বছর আগে পারমাণবিক শক্তির দ্বারা চালিত রকেট নির্মাণ প্রযুক্তি পরিত্যাগ করা হয়েছিল। এবার সেই পরিকল্পনার বাস্তবায়নে মহাকাশ বিজ্ঞানে দিগন্ত উন্মোচিত হবে।

  • |
Google Oneindia Bengali News

নাসা পরমাণুচালিত রকেট নিয়ে এবার মহাকাশে পাড়ি দেবে। মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থা দর্পা এখন গবেষণায় নেমেছে পারমাণবিক শক্তি ব্যবহার করে মহাকাশযান তৈরি করতে। পারমাণবিক মহাকাশযান মহাকাশে পাঠানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২০২৭ সালের মধ্যেই।

২০২৭ সালে উড়ে যেতে পারে নয়া প্রযুক্তির রকেট

২০২৭ সালে উড়ে যেতে পারে নয়া প্রযুক্তির রকেট

নাসা পারমাণবিক রকেট তৈরি করতে মার্কিন সেনাবাহিনীর গবেষণা ও উন্নয়ন সংস্থা দর্পার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। এই পারমাণবিক রকেট মঙ্গলের আকাশে ওড়ানোর ব্যাপারে পরিকল্পনা করেছে তারা। মহাকাশচারীদের নিয়ে মঙ্গলের উদ্দেশে ২০২৭ সালে উড়ে যেতে পারে নয়া প্রযুক্তির এই মহাকাশযান।

পরমাণু শক্তির দ্বারা চালিত রকেটে যে সুবিধা

পরমাণু শক্তির দ্বারা চালিত রকেটে যে সুবিধা

নাসা জানিয়েছে, পরমাণু শক্তির দ্বারা চালিত এই মহাকাশযান দ্রুত ভ্রমণ করতে সক্ষম, ট্রানজিট সময় কপাতে সক্ষম হবে এবং বিভিন্ন মহাকাশ মিশনে পেলোড বৃদ্ধির মতো অন্যান্য সুবিধাও মিলবে এর ফলে। নাসা পারমাণবিক শক্তির দ্বারা চালিত রকেট তৈরিতে ইতিমধ্যেই মনোনিবেশ করেছে।

মঙ্গল গ্রহে ক্রু মিশনের জন্য প্রস্তুত হচ্ছে রকেট

মঙ্গল গ্রহে ক্রু মিশনের জন্য প্রস্তুত হচ্ছে রকেট

নাসার প্রশাসক বিল নেলসন মঙ্গলবার জানিয়েছিলেন, মার্কিন মহাকাশ সংস্থা ২০২৭ সালের মধ্যেই উন্নত পারমাণিবক প্রপালন প্রযুক্তি বিকাশ এবং প্রদর্শন করতে পারে। এই নতুন প্রযুক্তির সাহায্যে মহাকাশচারীরা গভীর স্থান থেকে আগের থেকে দ্রুত যাত্রা করতে পারে। মঙ্গল গ্রহে ক্রু মিশনের জন্য তা প্রস্তুত করা যেতে পারে।

৯ মাসের পরিবর্তে ৪ মাসেরও কম সময়ে গন্তব্যে

৯ মাসের পরিবর্তে ৪ মাসেরও কম সময়ে গন্তব্যে

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে একটি প্রচলিত, রাসায়নিক শক্তি দ্বারা চালিত ইঞ্জিনের সাহায্যে এই মিশনের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে প্রায় নয় মাসের ট্রানজিট টাইম অর্ধেকেরও কম হয়ে যাবে। ৯ মাসের পরিবর্তে ৪ মাসেরও কম সময়ে গন্তব্যে পৌঁছনো সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

৫০ বছর আগে যে কারণে বাতিল হয়েছিল প্ল্যান

৫০ বছর আগে যে কারণে বাতিল হয়েছিল প্ল্যান

নাসা ৫০ বছর আগে অ্যাপোলো প্রোগ্রামের জন্য রাসায়নিক রকেট ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা করেছিলেন। কিন্তু এই উন্নয়নের জন্য তহবিলের প্রয়োজন ছিল। তহবিলে অভাব এবং পরিকল্পনা রূপায়ণে অধিক সময় ব্যায়ের কারণে ৫০ বছর আগে পারমাণবিক শক্তির দ্বারা চালিত রকেট নির্মাণ প্রযুক্তি পরিত্যাগ করা হয়েছিল। তবে এখন নাসা উদ্যোগ পারমাণিবক শক্তি চালিত রকেট তৈরির ব্যাপারে।

নাসার ব্যস্ত সূচি মেনে পারমাণিক রকেট জরুরি

নাসার ব্যস্ত সূচি মেনে পারমাণিক রকেট জরুরি

সম্প্রতি নাসা আর্টিমিস মিশনে শুরু করেছে। তা ইতিমধ্যেই চাঁদ থেকে ঘুরে এসেছে। এরপর চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। তারপর মঙ্গল গ্রহেও পাঠানো হবে মহাকাশচারীদের। এরই মধ্যে আবার শুক্র গ্রহে তিন-তিনটি মিশনের প্র্স্তুতি নিতে শুরু করেছে নাসা। এসাকে সঙ্গে নিয়ে তারা পাড়ি দেবে শুক্রে।

English summary
NASA now plans to build nuclear powered rocket to go in space mission in 2027
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X