For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাকাশ থেকে ‘ইউএফও’ ভিড় জমাচ্ছে পৃথিবীর আকাশে, তদন্তে নাসা গড়ল স্বাধীন দল

মহাকাশ থেকে ‘ইউএফও’ ভিড় জমাচ্ছে পৃথিবীর আকাশে, তদন্তে নাসা গড়ল স্বাধীন দল

  • |
Google Oneindia Bengali News

মহাকাশ থেকে 'ইউএফও' ভিড় জমাচ্ছে পৃথিবীর আকাশে। সম্প্রতি প্রশান্ত মহাসাগরের আকাশে দেখা গিয়েছে ইউএফও। কিন্তু কোথা থেকে আসছে ওইসব অজানা বস্তু। তা জানতে নাসা বিজ্ঞানীদের নিয়ে গড়ল স্বাধীন দল। নাসার বিজ্ঞানীদের এই গোষ্ঠী তদন্ত করবে কোথা থেকে আসছে ইউএফও। তাতে কী-ই বা আছে।

নাসা এবার স্বাধীন দল তৈরি করে ইউএফও তদন্তে

নাসা এবার স্বাধীন দল তৈরি করে ইউএফও তদন্তে

সম্প্রতি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিমান চলাচলের সময় পাইলটরা মহাশূন্য কিছু অজানা জিনিস উড়তে দেখেছিল। তা রিপোর্টও করেছিল বিমান বন্দর কর্তৃপক্ষকে। কিন্তু তেমনই কিছুই জানা যায়নি। নাসার নজর এড়ায়নি তা। তাই নাসা এবার স্বাধীন দল তৈরি করে তদন্তে নামছে। কোথা থেকেই ওইসব ইউএফও হাজির হচ্ছে, তা জানা আবশ্যক বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা।

নাসা ১৬ জনকে বেছে নিয়েছে তদন্তের জন্য

নাসা ১৬ জনকে বেছে নিয়েছে তদন্তের জন্য

নাসা বিশ্বাস করে যে, অজ্ঞাত বস্তু অধ্যয়ন করা বায়ু নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। ইউএপি-কে বহির্জাগতিক জীবনের সঙ্গে সংযুক্ত করে এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। আমেরিকান স্পেস এজেন্সি নাসা সম্র্নতি ঘোষণা করেছে, তারা ১৬ জনকে বেছে নিয়েছে অজানা বায়বীয় ঘটনা বা ইউএপি-র গবেষণার জন্য।

ভবিষ্যতের ঘটনাগুলির ডেটা বিশ্লেষণ করতে ৯ মাস

ভবিষ্যতের ঘটনাগুলির ডেটা বিশ্লেষণ করতে ৯ মাস

এই অজানা বায়বীয় ঘটনা, যা মহাকাশ বিজ্ঞানে অজ্ঞাত উড়ন্ত বস্ত বা ইউএফও হিসেবে পরিচিত। এই ইউএফও নিয়ে নাসা গবেষণা চালিয়ে যাবে। অশ্রেণিবদ্ধ ডেটা ব্যবহার করেই এই তদন্ত চলবে। এক বিজ্ঞপ্তিতে ন্যাশনাল অ্যারনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা জানিয়েছে, সোমবার থেকেই তদন্ত শুরু হয়ে যাবে। পূর্ববর্তী পর্যবেক্ষণ পর্যালোচনা করতে এবং ভবিষ্যতের ঘটনাগুলির ডেটা বিশ্লেষণ করতে প্রায় ৯ মাস সময় লাগবে।

আকাশে কী ঘটছে, সে সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা দিতে

আকাশে কী ঘটছে, সে সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা দিতে

নাসা জানিয়েছে, ইউএফও-কে আরও ভালোভাবে বোঝার জন্য ভবিষ্যতের ঘটনাগুলি পর্যবেক্ষণের প্রয়োজন। নাসার সহযোগী প্রশাসক টমাস জুরবুচেন এক বিবৃতিতে জানিয়েছেন, মহাকাশ ও বায়ু মণ্ডলে অজানা অন্বেষণ করাই নাসার লক্ষ্য। আমাদের আকাশে কী ঘটছে, সে সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা দিতে সিদ্ধহস্ত নাসা। সেখানে ইউএফও সম্পর্কিত ডেটা ব্যবহার উল্লেখযোগ্য।

ভবিষ্যতের অধ্যয়নের ভিত্তি স্থাপন করার জন্য ডিজাইন

ভবিষ্যতের অধ্যয়নের ভিত্তি স্থাপন করার জন্য ডিজাইন

নাসার তরফে নির্বাচিত গবেষণা গোষ্ঠীর মধ্যে রয়েছেন অধ্যাপক, বিজ্ঞানী, সমুদ্রবিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানীরা। প্রাক্তন মহাকাশচারী স্কট কেলি এবং নাদিয়া ড্রেক ছাড়াও সাংবাদিককেও রাখা হয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা বলেছে, যে গবেষণাটি নাসা এবং অন্যান্য সংস্থার জন্য ইউএপি-র প্রকৃতির উপর ভবিষ্যতের অধ্যয়নের ভিত্তি স্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে।

মহাকাশে উড্ডীন বস্তুগুলি কী, এভাবে কি এলিয়েনরা আসতে পারে

মহাকাশে উড্ডীন বস্তুগুলি কী, এভাবে কি এলিয়েনরা আসতে পারে

উল্লেখ্য, নাসা মূলত জুন মাসে এই গবেষণার খবর ঘোষণা করেছিল। তারপরে সংস্থার তরফে বলা হয়েছে ইউএফও নিয়ে গবেষণার অভাবে এই ধরনের ঘটনাগুলির প্রকৃতি সম্পর্কে বৈজ্ঞানিক সিদ্ধান্তে পৌঁছনো কঠিন করে তোলে। এখন সেই অভ্যাস শুরু করা হয়েছে, লক্ষ্য একটাই অজানাকে জানা। মহাকাশে উড্ডীন বস্তুগুলি কী, আর এভাবে কি এলিয়েনদের পৃথিবীতে আসা সম্ভব।

English summary
NASA builds investigation committee for UFO in Erath sky which came from space
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X