For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঙ্গলে বালি তৈরির নেপথ্যে গ্রহাণুর প্রভাব! গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

মঙ্গলে বালি তৈরির নেপথ্যে গ্রহাণুর প্রভাব! গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলে বালির সন্ধান মিলেছে। সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে গ্রহাণুর প্রভাবে মঙ্গল গ্রহে বালি তৈরি হতে পারে। নমুনা পরীক্ষা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, যখন একটি গ্রহাণু প্রতি সেকেন্ডে কয়েক কিলোমিটার বেগে ধেয়ে আসে, তখন মঙ্গলের মতো পাথুরে গ্রহের সঙ্গে সংঘর্ষ হয়। তখনই মিরাকেল ঘটে।

গ্রহাণুর প্রভাবে তাজা বালি তৈরি হয় মঙ্গলে

গ্রহাণুর প্রভাবে তাজা বালি তৈরি হয় মঙ্গলে

মঙ্গল গ্রহের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষের ফলে নিঃসৃত শক্তি পার্শ্ববর্তী শিলাগুলিকে গলিয়ে মহাকাশে পাঠিয়ে দেয়। এই গলিত শ্রাপনেলটি বালির দানার আকারে প্রায় গোলাকার টুকরোতে ভেঙে যায়। ইমপ্যাক্ট স্ফেরুল নামে পরিচিত কাচের এই অংশগুলি শেষ পর্যন্ত মঙ্গলে ফিরে আসে। শিলাগুলির ধীর ক্ষয়ের ফলে পৃথিবীতে যেমন বালি তৈরি হচ্ছে, মঙ্গলেও তেমনই গ্রহাণুর প্রভাবে তাজা বালি তৈরি হয়।

বায়ু প্রবাহিত বালি মঙ্গলে ছড়িয়ে পড়ে

বায়ু প্রবাহিত বালি মঙ্গলে ছড়িয়ে পড়ে

একটি নতুন সমীক্ষা অনুসারে, মঙ্গলগ্রহের বালির এক চতুর্থাংশ পর্যন্ত প্রচণ্ড তাপের প্রভাবে কাচের গোলাকার টুকরো দিয়ে তৈরি। পার্ডিই ইউনিভার্সিটির গ্রহ বিজ্ঞানী ব্রায়নি হর্গান জানান, বায়ু প্রবাহিত বালি মঙ্গলে ছড়িয়ে পড়ে। এই অনুসন্ধানটি ব্যাখ্যা করে যে, সংঘর্ষ হওয়ার পরেও গ্রহাণু কীভাবে মঙ্গলকে আকৃতি দেয়।

মঙ্গল গ্রহে চক্কর দেওয়া উপগ্রহের ডেটা থেকে

মঙ্গল গ্রহে চক্কর দেওয়া উপগ্রহের ডেটা থেকে

গবেষকরা ১৮ অগাস্ট স্কটল্যান্ডের গ্লাসগোতে মেডিওরিটিক্যাল সোসাইটির ৮৫তম বার্ষিক সভায় ওই গবেষণার ফলাফল নিয়ে আলোচনা করবেন। হর্গান এবং তাঁর সহকর্মীরা গ্রহের পৃষ্ঠ থেকে প্রতিফলিত দৃশ্যমান এবং ইনফ্রারেড আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য পরীক্ষা করেছেন মঙ্গলগ্রহের বালিতে পাওয়া খনিজগুলি নিয়ে। মঙ্গল গ্রহে চক্কর দেওয়া উপগ্রহের ডেটা ব্যবহার করা হয়েছে এই পরীক্ষায়।

মঙ্গলকে একটি আগ্নেয় গ্রহ হিসেবে দেখা হয়

মঙ্গলকে একটি আগ্নেয় গ্রহ হিসেবে দেখা হয়

গবেষকরা জানান, মঙ্গলের সবথেকে কাচ সমৃদ্ধ হল উত্তর সমভূমি অঞ্চল। ওই অঞ্চল আগ্নেয়গিরি বর্জিত। এটি অবস্থানের কারণ হিসেবে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে নির্মূল করে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা ম্যাগমা জলের সাথে মিশে গেলে গ্লাস তৈরি হয়। বেলজিয়ামের ভ্রিজ ইউনিভার্সিটি ব্রাসেসের একজন ভূ-রসায়নবিদ স্টিভেন গোডেরিস বলেন, প্রায়শই মঙ্গলকে একটি আগ্নেয় গ্রহ হিসেবে দেখা হয়।

মঙ্গলের বালি এবং পাথরের নমুনা সংগ্রহ রোভারের

মঙ্গলের বালি এবং পাথরের নমুনা সংগ্রহ রোভারের

ভবিষ্যতে বিজ্ঞানীরা মঙ্গলগ্রহে গ্রহাণুর প্রভাব সম্পর্কিত গোলক পরীক্ষা করতে সক্ষম হতে পারে। নাসার অধ্যাবসায় রোভার বর্তমানে পৃথিবীতে প্রত্যাবর্তনের জন্য মঙ্গলের বালি এবং পাথরের নমুনা সংগ্রহ করছে। সেই নমুনা এলে ফের পরীক্ষার ফলের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে। মোট কথা মঙ্গল নিয়ে মানুষের বিস্ময়ের অন্ত নেই। একদিন আগেই ইউরোপীয় স্পেস এজেন্সি মঙ্গলের মানচিত্র প্রকাশ করে, যেখানে দেখা যাচ্ছে মঙ্গলে প্রবহমান নদী ও হ্রদ ছিল।

লাল গ্রহে প্রবাহিত নদী-হ্রদ! মঙ্গলে জলের প্রামাণ্য মানচিত্র মহাকাশ বিজ্ঞানীদের হাতেলাল গ্রহে প্রবাহিত নদী-হ্রদ! মঙ্গলে জলের প্রামাণ্য মানচিত্র মহাকাশ বিজ্ঞানীদের হাতে

English summary
A study finds sand on Red planet Mars that created due to asteroid impacts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X