For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিৎসুবিশি-ও কি শেষ পর্যন্ত ঝাঁপ ফেলবে, আশঙ্কায় শিল্পমহল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

হলদিয়া
হলদিয়া, ৪ নভেম্বর: হিন্দুস্তান মোটরস ঝাঁপ ফেলেছে। তালা খোলেনি শালিমার পেন্টস-ও। গতকালই বন্ধ হয়েছে হলদিয়ার একটি অ্যালুমিনিয়াম কারখানা ও তারাতলার খৈতান ফ্যানের কারখানা। এ বার কি তা হলে মিৎসুবিশির পালা? রোজই মিৎসুবিশিতে চড়ছে উত্তেজনার পারদ। ফলে, সব দেখেশুনে খারাপটাই আশঙ্কা করছে শিল্প মহল।

পশ্চিমবঙ্গের ম্লান শিল্পচিত্রে টিমটিম করছে জ্বলছে হলদিয়ার মিৎসুবিশি কারখানা। এই জাপানি সংস্থায় গত তিন বছর ধরে চলছে পাওনাগণ্ডা নিয়ে ঝামেলা। শ্রমিকদের বক্তব্য, তিন বছর ধরে এক পয়সাও বেতন বাড়ায়নি কর্তৃপক্ষ। অন্যান্য আর্থিক সুবিধাও অনিয়মিত। অন্যদিকে, কর্তৃপক্ষের দাবি, লোকসান বাড়তে থাকায় শ্রমিকদের মাইনে বাড়ানো যাচ্ছে না। তার আগে যখন কারখানার আর্থিক স্বাস্থ্য ভালো ছিল, তখন নিয়মিত হারে বাড়ানো হয়েছে বেতন।

কারখানায় তৈরি হওয়া জট ছাড়াতে গত ২১ অক্টোবর কলকাতায় মালিক ও শ্রমিকপক্ষকে নিয়ে বৈঠকে বসেছিল রাজ্য সরকার। গতকালও হলদিয়ার ডেপুটি লেবার কমিশনারের অফিসে বৈঠক হয়। কিন্তু চিঁড়ে ভেজেনি। দু'পক্ষই নিজেদের যুক্তিতে অনড়। মালিকপক্ষের বিরুদ্ধে খড়্গহস্ত তৃণমূল ও বাম শ্রমিক সংগঠন। তারা এককাট্টা। তাই শেষ পর্যন্ত মিৎসুবিশির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে চিন্তা ছড়িয়েছে সব মহলে।

English summary
Will Mitsubishi face same fate as Hindustan Motors? fear experts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X