For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যপাল এম কে নারায়ণন সরছেন, বিদায় সংবর্ধনা ৩ জুলাই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

এম কে নারায়ণন
কলকাতা, ২৯ জুন: শেষ পর্যন্ত সরেই দাঁড়াচ্ছেন রাজ্যপাল এম কে নারায়ণন। ৩ জুলাই তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হবে রাজভবনে। ৪ জুলাই সপরিবারে দিল্লি চলে যাবেন তিনি।

২০১০ সালের ২৪ জানুয়ারি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে বসেন এম কে নারায়ণন। ১৯৫৫ সালে আইপিএস পাশ করে কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার পর ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) ডিরেক্টর হন। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে কাজ করেছেন। এর পর তাঁকে এ রাজ্যে রাজ্যপাল করে পাঠায় ইউপিএ সরকার।

এদিকে লোকসভা ভোটে জিতে এনডিএ ক্ষমতাসীন হওয়ার পর পূর্বতন সরকার কর্তৃক নিযুক্ত রাজ্যপালদের সরানোর প্রক্রিয়া শুরু হয়। কয়েকটি রাজ্যের রাজ্যপাল স্বেচ্ছায় পদত্যাগ করেন। কিন্তু এম কে নারায়ণন অনড় ছিলেন। এর পরই আসে আঘাত! ৩৬০০ কোটি টাকার হেলিকপ্টার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গত শুক্রবার জেরা করে সিবিআই। তারা এর আগে নারায়ণনকে জেরা করতে চেয়েছিল। কিন্তু ইউপিএ সরকার অনুমতি দেয়নি। নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়েই সবুজ সঙ্কেত দেন। এই জেরার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তাঁর স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত সরে দাঁড়াতেই মনস্থির করেছেন এম কে নারায়ণন।

প্রশ্ন উঠেছে, এম কে নারায়ণন সরে দাঁড়ানোর পর কে এই পদে আসবেন? এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। তিনি সরে গেলে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কয়েকটি নাম পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে। রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

English summary
West Bengal Governor MK Narayanan to resign on July 3
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X