For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিঠুন চক্রবর্তী কি সত্যি বিজেপিতে যোগ দিতে চলেছেন? কী বললেন দিলীপ ঘোষ

Google Oneindia Bengali News

সরস্বতী পুজোর সকালে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে হাজির হন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত৷ যা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়৷ যদিও এই বৈঠকের মধ্যে কোনও রাজনীতি ছিল না বলে মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন ভারতীয় চলচ্চিত্র জগতের এই কিংবদন্তী৷

কী বললেন দিলীপ ঘোষ?

কী বললেন দিলীপ ঘোষ?

তবে মিঠুন চক্রবর্তী যাই বলুক না কেন, জল্পনা থামছেই না। তাই এই বিষয়ে এদিন প্রশ্ন করা হয় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, 'আজ এখনও পর্যন্ত আমার কাছএ এমন কোনও খবর নেই। আরএসএস মূলত একটি অরাজনৈতিক সংগঠন। সে তো মোহন ভাগবত কলকাতাতে এসেও কতজনের সঙ্গে দেখা করেছেন। তাহলে তারাও বিজেপিতে চলে আসবেন?'

মিঠুন চক্রবর্তীর দাবি

মিঠুন চক্রবর্তীর দাবি

মিঠুন চক্রবর্তীর দাবি, মোহন ভাগবতের সঙ্গে তাঁর একটা আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে৷ আর এই আধ্যাত্মিক সম্পর্ক বেশ গভীর৷ তিনি (মোহন ভাগবত) যখন মুম্বই আসবেন, তখন তাঁর (মিঠুন) বাড়িতে আসবেন এমন কথা আগেই হয়েছিল৷ সেই মতোই এদিন সকালে তাঁর মাড আইল্যান্ডের বাড়িতে হাজির হন আরএসএস এর স্বরসংঘচালক৷

অভিনেতার কথায়, পরিবারিক আলোচনা হয়েছে

অভিনেতার কথায়, পরিবারিক আলোচনা হয়েছে

অভিনেতার কথায়, পরিবারিক আলোচনা হয়েছে৷ পরিবারের সদস্যদের নিয়ে নাগপুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন আরএসএস প্রধান৷ কিন্তু রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি৷ উল্লেখ্য, ২০১৯ সালে নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে গিয়েছিলেন মিঠুন৷ তখন থেকেই দুই পক্ষের যোগযোগ তৈরি হওয়ার জল্পনা শুরু হয়৷

নির্বাচনে মিঠুন ফ্যাক্টর

নির্বাচনে মিঠুন ফ্যাক্টর

তার উপর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন৷ আর মিঠুনও এক সময় সক্রিয় রাজনীতিতে থাকলেও এখন সবকিছু থেকে দূরে৷ বলা যায় যে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক আর আগের মতো নেই৷ তাই তাঁকে কি এবার বিধানসভা নির্বাচনে প্রচারে অংশীদার করতে চায় বিজেপি। মোহন ভাগবতের সঙ্গে বৈঠকের পর সেই জল্পনার আগুনে আরও একটু ঘি পড়ল৷

English summary
West Bengal Election 2021: Dilip Ghosh has no news of Mithun CHakraborty joining BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X