For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিরাগের নজরে বাংলা, দলিত ভোটে ভাগ বসাতে একুশের ভোটে প্রার্থী নিয়ে বড় সিদ্ধান্ত লোক জনশক্তি পার্টির

চিরাগের নজরে বাংলা, দলিত ভোটে ভাগ বসাতে একুশের ভোটে প্রার্থী নিয়ে বড় সিদ্ধান্ত লোক জনশক্তি পার্টির

Google Oneindia Bengali News

বঙ্গে এতদিন কেবল সংখ্যালঘু ভোট ভাগই ছিল মূল টার্গেট। একুশের ভোটে পুরো সমীকরণটাই বদলে গিয়েছে। ভোটমুখী বাংলায় ভোট ভাগাভাগির দৌড়ে সামিল অবাঙালি ভোটা থেকে দলিত ভোটও। বিহারের পর এবার বাংলায় নজর দিচ্ছে লোক জনশক্তি পার্টি। বাংলায় ২৯৪টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিরাগের দল। এতে বিজেপির সুবিধাই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাংলায় প্রার্থী দেবে চিরাগের দল

বাংলায় প্রার্থী দেবে চিরাগের দল

একুশের বিধানসভা ভোট এবার একেবারে অন্য রকম হতে চলেছে। ভোটের আগেই বদলাতে শুরু করেছে বাংলার রাজনৈতিক ছবি। লাল-সবুজের লড়াইয়ের মাঝে ঢুকে পড়েছে গেরুয়া হওয়া। একে একে অন্য রাজ্যের রাজনৈতিক দল গুলিও পা রাখতে শুরু করেছে বাংলায়। মিমের পর এবার বাংলার ভোটে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিরাগ পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি।

 বিহার থেকে বাংলায়

বিহার থেকে বাংলায়

বিহার ভোটে কিছুই করতে পারেনি চিরাগ পাসোয়ানের দল। এবার বাংলাকে টার্গেট করে ঝাঁপাচ্ছেন চিরাজ। নিজের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে একে একে অন্য রাজ্যেও পা জমাতে চাইছেন চিরাগ। রাম বিলাস পাসোয়ানের মৃত্যুর পর নীতীশের সঙ্গে সম্পর্ক ছুটেছে। বিজেপির হাত না ছাড়লেও বিহার বিধানসভা ভোটে বিজেপির অনেকটাই ভোট কেটেছে লোকজনশক্তি পার্টি।

২৯৪টি আসনে প্রার্থী

২৯৪টি আসনে প্রার্থী

একুশের বিধানসভা ভোটে ২৯৪টি আসনেই প্রার্থী দেবে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। কোনও দলের সঙ্গে হাত মেলাতে রাজি নন তাঁরা। বাংলায় লোক জনশক্তি পার্টির প্রধান ঘোষণা করেছেন ২৯৪টি আসনে প্রার্থীদেবে তাঁদের দল। এতে অবশ্য সুবিধা হবে বিজেপিরই। কারণ নীতীশের সঙ্গে বিবাদে এনডিএ ছাড়লেও। বিজেপির বিরুদ্ধে যাবেন না চিরাগ। এর আগে বারবার মোদীকে সমর্থন জানানোর কথা বলেছেন চিরাগ পাসোয়ান।

দলিত ভোট ভাগ

দলিত ভোট ভাগ

চিরাগের দল ২৯৪টি আসনে প্রার্থী দিলে দলিত ভোটে প্রভাব পড়বে। এমনিতেই সংখ্যালঘু ভোট ভাগ হয়ে গিয়েছে। মিম আর আব্বাসের দৌলতে। তারপরে আবার অবাঙালি ভোটে কোপ বসাতে শুরু করেছে বিজেপি। এরপর চিরাগের দল দলিত ভোটে কোপ বসালে অনেকটাই সমস্যায় পড়বে বিজেপি শিবিরে। কারণ বিহারের অনেকেই রয়েছেন যাঁরা রাজ্যে একে কাজ করেন।তাঁদের ভোট নিয়ে চলে যাবে এলজেপি।

English summary
West Bengal assembly election 2021: Chirag Paswan decided to place candidate in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X