For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কাউন্সিলরের বিজেপিতে যোগ! রাজ্যের আরও এক পুরসভা দখলের পথে বিজেপি

ভাটপাড়া, নৈহাটি-সহ রাজ্যের চার পুরসভা দখলের পর এবার বিজেপির নজরে পশ্চিম মেদিনীপুরের রাজজীবনপুর পুরসভা।

  • |
Google Oneindia Bengali News

ভাটপাড়া, নৈহাটি-সহ রাজ্যের চারটি পুরসভা দখলের পর এবার বিজেপির নজরে পশ্চিম মেদিনীপুরের রাজজীবনপুর পুরসভা। সম্প্রতি এক কাউন্সিলর তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়ায়, কেন্দ্রের শাসকদলের দাবি, পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তৃণমূল। যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ তৃণমূল। দাবি এখনও সংখ্যাগরিষ্ঠই আছে তারা।

২০১৫-র ফল

২০১৫-র ফল

২০১৫-র পুরসভা নির্বাচনে রামজীবনপুরের ১১ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেয়েছিল ৪ টি, বিজেপি পেয়েছিল ৫ টি এবং নির্দলরা পেয়েছিল ২টি আসন। বোর্ড গঠনের সময় ১ নির্দল এবং এক বিজেপি কাউন্সিলর সমর্থন করায় তৃণমূল ক্ষমতা পায়। এর আগে রামজীবনপুরে বিজেপির আনা অনাস্থায় জয়ী হয়েছিল তৃণমূল।

বর্তমান পরিস্থিতি

বর্তমান পরিস্থিতি

বর্তমানে এক তৃণমূল কাউন্সিলর সুলোচনা রায় বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূল ও বিজেপির আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫ টি করে। এই মুহুর্তে ১ নির্দল কাউন্সিলর নির্নায়ক ভূমিকা নেবেন। বিজেপির দাবি, তাদের পক্ষে কমপক্ষে ছয়জনের সমর্থন রয়েছে। অন্যদিকে পুর চেয়ারম্যান নির্মল চৌধুরীর দাবি পুরসভায় এখনও তৃণমূলই সংখ্যাগরিষ্ঠ।

২০১৯- লোকসভা ভোটের ফল

২০১৯- লোকসভা ভোটের ফল

আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা। এবারের লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে রামজীবনপুরে থেকে ৫৫১ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি।

English summary
Uncertainty in Ramjibanpur Municipality due to tug of war among BJP and TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X