For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মা-বোনেদের চড়-থাপ্পড়েই বাংলা ছাড়া হবে দু-টাকার গুন্ডার দল, দিলীপকে নিশানা সোহমের

মা-বোনেদের চড়-থাপ্পড়েই বাংলা ছাড়া হবে দু-টাকার গুন্ডার দল, দিলীপকে নিশানা সোহমের

  • |
Google Oneindia Bengali News

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে নিশানায় পাল্টা তোপ দাগলেন তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। দিলীপ ঘোষ বুকে পা তুলে দেবেন বলে মন্তব্য করেছিলেন বেলদায়। তার পাল্টা সোহম জানালেন, দিলীপ ঘোষ একজন অশিক্ষিত, দু-টাকার গুন্ডা। তিনি তো এমন কথা বলবেনই। কিন্তু তিনি জানেন না, মা-বোনেরা চড়-থাপ্পর মারা শুরু করলে ওনাদের বাংলা ছাড়তে হবে।

দিলীপ ঘোষ একজন অশিক্ষিত, দু-টাকার গুন্ডা

দিলীপ ঘোষ একজন অশিক্ষিত, দু-টাকার গুন্ডা

চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক এদিন দুর্গাপুরে গিয়ে দিলীপ ঘোষকে নিশানায় বলেন, দিলীপ ঘোষ একজন অশিক্ষিত, দু-টাকার গুন্ডা। মা-বোনেরা চড়-থাপ্পড় মারা শুরু করলে তাঁকে বাংলা ছাড়তে হবে। সেটা তিনি বোঝেন না বলেই ওমন আলটপকা মন্তব্য করেন। মানুষকে মানুষ বলে মনে করেন না। মানুষের ব্যবহার যে তাঁর কথাতেই, সেটা তিনি জানেন না।

দশভূজা আমাদের মা, আমাদের নেত্রীর নাম মমতা

দশভূজা আমাদের মা, আমাদের নেত্রীর নাম মমতা

দিলীপ ঘোষকে নিশানায় সোহম চক্রবর্তী বলেন, একজন দু-টাকার গুন্ডা বলছেন আমার হাতে তরোয়াল থাকলে সবাই ভয় পায়। কিন্তু আমি যদি বলি, আপনি ভয় পেয়েছেন বলে তরোয়ালটা নিয়ে এসেছেন। আমাদের তরোয়ালের প্রয়োজন হয় না। কেননা দশভূজা আমাদের মা। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে নেত্রী আছেন, আর আমাদের উন্নয়ন আছে। সেটাই আমাদের বড় অস্ত্র।

যেদিন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন...

যেদিন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন...

দিলীপ ঘোষের 'বুকে পা' মন্তব্য নিয়ে সোহম বলেন। কী কথা! কথাতেই বোঝা যায় শিক্ষার দৌড়। কথাতেই শিক্ষার পরিচয় পাওয়া যায়। তাঁর মতো কুরুচিপূর্ণ কথা একজন অশিক্ষিত মানুষই বলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতন্ত্র আছে বলেই, আপনারা আমাদের নেত্রীর সম্পর্কে অপপ্রচার করতে পারছেন। মিটিং-মিছিল করতে পারছেন। সোহম বলেন, যেদিন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন কোনও সন্ত্রাসবাদী বাংলায় থাকবে না।

দিলীপ ঘোষের মুখে ‘বুকে মা’ মন্তব্য শুনে শোরগোল

দিলীপ ঘোষের মুখে ‘বুকে মা’ মন্তব্য শুনে শোরগোল

দিন তিনেক আগে পশ্চিম মেদিনীপুরের বেলদায় প্রাতঃভ্রমণে বেরিয়ে গো ব্যাক স্লোগান শোনেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তৃণমূল কর্মী-সমর্থকদের সেই স্লোগান শুনে দিলীপ ঘোষ পাল্টা হুঙ্কার দেন। দিলীপ ঘোষ বলেন, সকালেই চোরেদের মুখ দেখতে হল আমাকে। এরপরই তিনি হুঙ্কার দেন, বুকে পা তুলে দেব। দিলীপ ঘোষের মুখে এই মন্তব্য শুনে শোরগোল পড়ে যায় এলাকায়।

মা-বোনেরা যদি এক হয়ে চড়-থাপ্পড় মারা শুরু করেন

মা-বোনেরা যদি এক হয়ে চড়-থাপ্পড় মারা শুরু করেন

এদিন দিলীপ ঘোষের সেই বুকে পা তুলে দেওয়া মন্তব্যেরই পাল্টা দিলেন সোহম। সোহন বলেন, ওঁর মতো একজন অশিক্ষিত মানুষের থেকে এটাই অভিপ্রেত। তাঁর কাছ থেকে শুভবুদ্ধি, ভালো মানুষের জন্য কথা আজ অবধি শুনতে পাইনি। বুকে লাথি উনি মারছেন, সবাইকে মারবেন, গলায় পা তুলে দেবেন। কিন্তু বাংলার মা-বোনেরা যদি এক হয়ে চড়-থাপ্পড় মারা শুরু করেন, তবে ওনার তো বাংলায় থাকাই দায় হয়ে যাবে!

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে ৩ ঘনিষ্ঠের নাম! অবস্থা হবে কি মানিক ভট্টাচার্যের মতো, জল্পনা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে ৩ ঘনিষ্ঠের নাম! অবস্থা হবে কি মানিক ভট্টাচার্যের মতো, জল্পনা

English summary
TMC MLA Soham Chakraborty counters BJP’s MP Dilip Ghosh against his bad speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X