For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরু পাচার মামালায় ফের সিবিআই তলব, হাজিরা এড়াতে পারেন অনুব্রত

গরু পাচার মামালায় ফের সিবিআই তলব, হাজিরা এড়াতে পারেন অনুব্রত

Google Oneindia Bengali News

ফের সিবিআই হাজিরা এড়াতে পারেন অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডের জেরায় আবারও আজ তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে আজ হাজিরা নাও দিতে পারেন তিনি। আইনজীবী মারফত নিজের আয়ের হিসেব পাঠাবেন তিনি।

ফের তলব অনুব্রতকে

ফের তলব অনুব্রতকে

গতকাল ভোট পরবর্তী হিংসায় তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। ১৯ মে গরুপাচার কাণ্ডের মামলায় সিবিআই হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। চার ঘণ্টা তাঁকে জেরা করেছিলেন তদন্তকারী আধিকারীকরা। তারপরে তিনি সোজা এসএসকেএম হাসপাতােল ভর্তি হন। এই প্রথম সিবিআই হাজিরা দিয়েছেন তিনি। এর আগে ৬ বার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। বুধবার ফের তাঁকে তলব করেছিলেন তদন্তকারী আধিকারীকরা।

হাজিরা এড়ােলন অনুব্রত

হাজিরা এড়ােলন অনুব্রত

মঙ্গলবারই তিনি বোলপুরে ফিরে গিয়েছেন। শারীরিক ভাবে ভীষণই অসুস্থ তিনি। এই অসুস্থতার কারণ গত দেড় মাস ধরে তাঁকে দেখা যাচ্ছে না। বগটুই কাণ্ডের পর তাঁকে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তারপর থেকে এক প্রকার অসুস্থতা নিয়েই রয়েছেন তিনি। সংবাদিক বৈঠক করতেও তাঁকে খুব একটা দেখা যায় না। বুধবার গরুপাচার কাণ্ডের মামলায় সিবিআই ফের তাঁক তলব করেছিল। কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার কারণ দেখিয়ে আবারও হাজিরা এড়িয়েছেন তিিন।

আয়ের উৎস্য এবং হিসেব জমা দিলেন আইনজীবী

আয়ের উৎস্য এবং হিসেব জমা দিলেন আইনজীবী

গতকাল সিবিআই অনুব্রত মণ্ডলের আয়ের উৎস এবং তার হিসেব জানতে চেেয়ছিল। অনুব্রত মণ্ডল এদিন হাজিরা না দিলেও তাঁর আইনজীবী সম্পত্তির যাবতীয় হিসেব, আয়-ব্যায়ের হিসেব জমা দিয়েছেন। শুধু অনুব্রত মণ্ডল নন পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীর আয় ব্যায়ের হিসেবও জানতে চেয়েছে সিবিআই। এই সব খতিয়ে দেখে গরুপাচারের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখবেন তাঁরা। এর আগে কয়লা পাচার কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আয় ব্যায়ের হিসেব জানতে চেয়েছিেলন সিবিআই আধিকারীকরা।

বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা

বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা

অনুব্রত মণ্ডল এখনও অসুস্থ। এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি গিয়েছেন তিনি। ১৫ দিন চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। সেকারণে হয়তো আজ তিনি আর হাজিরা দেবেন না। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি নেতা অনুপম হাজরা দাবি করেছেন অনুব্রত মণ্ডলকে পুরোপুরি চিকিৎসা করা হচ্ছে না। অন্যদিকে আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পুরি তাঁকে ঝেড়ে ফেেলছেন সেকারণে তাঁকে বারবার সিবিআই তলব করছে।

সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার টিকিট প্রাপ্তি, কংগ্রস ছাড়লেন বিদ্রোহী নেতা কপিল সিবলসমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার টিকিট প্রাপ্তি, কংগ্রস ছাড়লেন বিদ্রোহী নেতা কপিল সিবল

English summary
Anubrata Mandal may not present in CBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X