For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরে নিয়োগ হতে চলেছে ১,১৩৬ জন কর্মী

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরে নিয়োগ হতে চলেছে ১,১৩৬ জন কর্মী

  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন প্রকৃতিক দুর্যোগে উদ্ধারকাজের ক্ষেত্রে আরও উন্নততর পরিষেবা দিতে এবার নতুন পরিকল্পনা রাজ্য সরকারের। এবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরে নিয়োগ হতে চলেছে ১,১৩৬ জন নতুন কর্মী। বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান এই প্রসঙ্গে বলেন, “আমরা নতুন কর্মী নিয়োগের জন্য মন্ত্রিসভার অনুমোদন পেয়েছি। দীর্ঘদিন পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরোধ ব্যবস্থা অধিদফতরের বিভিন্ন পদে নতুন নিয়োগ হতে চলেছে।” গত ৩০ বছর এই সমস্ত বিভাগে কাউকে নিয়োগ করা হয়নি বলেও জানা তিনি।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরে নিয়োগ হতে চলেছে ১,১৩৬ জন কর্মী


পাশাপাশি এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “ আমরা ইতিমধ্যে স্টাফ অফিসার ইন্সট্রাক্টরের মতো বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছি।” যে কোনও প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে উদ্ধারকাজে রাষ্ট্রীয় জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী, অসামরিক প্রতিরোধ বাহিনী এবং দমকলও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান তিনি।

জাভেদ খান আরও বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স বিভাগের আন্তরিক ও পরিশ্রমী কর্মকর্তাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। মন্ত্রিসভা বৈঠক পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের উচিত সাধারণ মানুষকে আরও উন্নততর পরিষেবা প্রদান করা। ”

এদিকে সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবের পরে ক্ষতিক্ষতির হিসেব নিকেশ কষতে মুখ্যমন্ত্রী উত্তর চব্বিশ পরগনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চলগুলির উপর একটি সমীক্ষা চালান। দুর্যোগে প্রাণ হারানো পাঁচজনের পরিবারের সদস্যদের হাতে ২.৪ লক্ষ টাকার চেকও তুলে দেন তিনি। এদিকে ঘূর্ণিঝড়ের জেরে কমপক্ষে ১৫ লক্ষ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।

English summary
the state disaster management department is going to appoint 11136 employees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X