For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে মুকুলের পরিবর্ত কি হয়ে উঠতে পারবেন পিকে! উপনির্বাচনেই তাঁর প্রথম পরীক্ষা

লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় যে মুকুলের অভাব ভালোমতোই অনুভূত হয়েছিল, তা বুঝিয়েই প্রশান্ত কিশোরকে নিয়োগ করে তুলে দিয়েছিলেন ভোট-কৌশলের দায়িত্ব। সেইমতো ২০২১-এর জন্য তৈরি হচ্ছে দল। আর তার আগে উপনির্বাচনেই প্রথম পরীক্ষায় বসছেন পিকে।

বিজেপির কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়াই লক্ষ্য

বিজেপির কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়াই লক্ষ্য

২০২১-এর আগে ২০২০-র পুরসভা ভোট রয়েছে। রাজ্যের প্রায় ৬০ শতাংশ এলাকায় ভোট। তাই এই ভোটকে তিনি মূলত পাখির চোখ করেছেন মূল্যায়নের বাস্তব ফল পেতে। আর ২৫ নভেম্বর তার আগেই প্রথম পরীক্ষায় বসতে চলেছেন প্রশান্ত কিশোর। তিন কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়াই তাঁর প্রাথমিক লক্ষ্য।

উপনির্বাচনেই পরীক্ষা-নিরীক্ষা

উপনির্বাচনেই পরীক্ষা-নিরীক্ষা

তৃণমূলও পিকের উপর ভরসা করতে শুরু করেছে। বিজেপির বিরুদ্ধে জিততে এই উপনির্বাচনেই পরীক্ষা-নিরীক্ষা সেরে ফেলতে চাইছে তৃণমূল। আর প্রতিটি পদক্ষেপই ফেলা হচ্ছে মেপে। ভোট-কৌশলী প্রশান্ত কিশোরের কৌশল মেনেই সব কাজ হচ্ছে। প্রার্থী বাছাই থেকে প্রচার পরিকল্পনা- সর্বত্রই পিকে-ফর্মুলায় মাত দিতে চাইছে তৃণমূল।

বাংলার ঘরে ঘরে তৃণমূলকে পৌঁছে দিতে

বাংলার ঘরে ঘরে তৃণমূলকে পৌঁছে দিতে

পিকে দায়িত্ব নিয়েই জনসংযোগে জোর দিয়েছিলেন। তাঁর মস্তিকপ্রসূত ‘দিদিকে বলো' অভিযানের মাধ্যমে তিনি বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে। একইসঙ্গে তিনি বিধায়ক-মন্ত্রী-নেতাদের প্রতি জনসমর্থনও বিচার করে নিতে চেয়েছিলেন। তা দেখেই তিনি এবার প্রার্থী সুপারিশ করেছেন। এখন সেই প্রার্থী কতটা ফল আনতে পারে দলের জন্য তার উপরই নির্ভর করবে পিকের সাফল্য।

প্রার্থী বাছাইয়েই নয়, প্রচারেও কৌশলী

প্রার্থী বাছাইয়েই নয়, প্রচারেও কৌশলী

শুধু প্রার্থী বাছাইয়েই মুখ্য ভূমিকা নেননি পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর, প্রচারের কৌশল নির্ধারণেও তিনি মুখ্য ভূমিকা নিয়েছেন। এই পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্বকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন প্রশান্ত কিশোর ও তাঁর টিম। এই মর্মে খড়গপুরকে মূল টার্গেট করেই এগোচ্ছে তৃণমূল। কালিয়াগঞ্জ-করিমপুরেও প্রচারের পরিকল্পনা ছকে দিয়েছেন তিনি।

প্রতি পদক্ষেপে পরামর্শ পিকের

প্রতি পদক্ষেপে পরামর্শ পিকের

তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলচে টিম পিকে। তাঁরা প্রতি পদক্ষেপে তৃণমূল নেতাদের পরামর্শ দেবেন। কোথায় প্রচারে কোন ইস্যু তুলে ধরা হবে, মোট কথা পেশাদারি দক্ষতা কাজে লাগিয়েই এবার বাজিমাত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রার্থীরাও বলছেন, আমরা শুরু করে দিয়েছি, পরামর্শ এলেই আমরা তা গ্রহণ করব।

খড়গপুরে ৪০ কর্মী ঘাঁড়ি গেড়েছে

খড়গপুরে ৪০ কর্মী ঘাঁড়ি গেড়েছে

টিম পিকে বাতলে দেবে, কীভাবে প্রচারে ঝড় তুলতে হবে। কোন বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলতে হবে। কোন বিষয়ে কথা বলতে হবে, কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। কীভাবে মতামতকে নিজেদের দিকে ঘোরানো যায়, তাও জানাবে পিকের টিম। খড়গপুরকে টার্গেট করে ইতিমধ্যেই জনা ৪০ কর্মী ঘাঁড়ি গেড়েছে এলাকায়। ২৮ নভেম্বরই মার্কশিট বেরোবে

English summary
The by election will be first test of Prashant Kishor’s formula. His formula will be applied first time in this By Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X