For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তপন শিকদারের অন্ত্যেষ্টি সম্পন্ন, প্রতিনিধি পাঠাল না রাজ্য সরকার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

তপন
কলকাতা, ৩ জুন: শেষকৃত্য সম্পন্ন হল প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা তপন শিকদারের। মঙ্গলবার নিমতলা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিতে ভিড় উপচে পড়ে।

গতকাল ভোর সাড়ে চারটেয় নয়াদিল্লির এইমসে (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস) তিনি মারা যান। দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। গত ২৭ মে তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন কলকাতায় চিকিৎসার পর ৩০ মে তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। অবস্থা যে ভালো নয়, সেটা ইঙ্গিত দিয়েছিলেন চিকিৎসকরা। শেষ পর্যন্ত সোমবার ভোররাতে তাঁর জীবনাবসান হয়। তপনবাবুর মৃত্যুতে রাজ্য বিজেপি-র অপূরণীয় ক্ষতি হল সন্দেহ নেই।

এদিন তপনবাবুর মরদেহ নিমতলায় নিয়ে যাওয়ার আগে শেষ শ্রদ্ধা জানান কংগ্রেস, সিপিএম, সিপিআই, পিডিএস ইত্যাদি রাজনীতিক দলের প্রতিনিধিরা। শুধু তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিনিধি পাঠানো হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা পাঠালেও রাজ্য সরকারের কোনও প্রতিনিধি আসেননি। সরকারি কর্তারা ইডেন গার্ডেনে নাইট রাইডার্সের সংবর্ধনা নিয়ে ব্যস্ত ছিল। প্রথা অনুযায়ী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর শেষযাত্রায় রাজ্য সরকারের প্রতিনিধি হাজির থাকার কথা।

মঙ্গলবার কিছুক্ষণের জন্য তপনবাবুর মরদেহ ভূপেন বোস অ্যাভিনিউতে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি দীর্ঘ সময় বসবাস করেছেন। এখানে বিচারপতি শ্যামল সেন শ্রদ্ধা জানান। এর পর বিজেপি রাজ্য দফর ঘুরে মরদেহ পৌঁছয় নিমতলা মহাশ্মশানে। সেখানে ধর্মীয় রীতিনীতি মেনে তপন শিকদারের শেষকৃত্য সম্পন্ন হয়। কান্নায় ভেঙে পড়েন আত্মীয়রা।

<div id="fb-root"></div> <script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, 'script', 'facebook-jssdk'));</script> <div class="fb-post" data-href="https://www.facebook.com/bjpbengal.official/posts/657941917619422" data-width="466"><div class="fb-xfbml-parse-ignore"><a href="https://www.facebook.com/bjpbengal.official/posts/657941917619422">Post</a> by <a href="https://www.facebook.com/bjpbengal.official">Bjp Bengal</a>.</div></div>

English summary
Tapan Sikdar's last rites performed, no representative from WB govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X