For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দু এখন দুই ব্লকের লড়াই, মেরুকরণের আবহে এগিয়ে কে?

Google Oneindia Bengali News

নন্দীগ্রামে শেষ বেলার প্রচারে দুই পক্ষই প্রচারে ঝড় তুলতে তৈরি৷ একদিকে মমতা পরপর রোড শো ও সভা করছেন, তেমনই শুভেন্দুর হয়ে স্লগ ওভারে ব্যাট হাতে ক্রিজে নেমেছেন অমিত শাহ, মিঠুন চক্রবর্তীরা। এই আবহে শুধু বাংলা নয়, গোটা দেশেরই নজর নন্দীগ্রামের উপর। বাংলার হাওয়া কোন দিকে বইছে? তা যেন বাতলে দেবে নন্দীগ্রাম। আর এই আবহেই নন্দীগ্রামের লড়াই এখন কার্যত দুটি ব্লকের লড়াইতে পরিণত হয়েছে।

ব্লক ১ বনাম ব্লক ২

ব্লক ১ বনাম ব্লক ২

নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের যেমন শক্তি বেশ, তেমনই ২ নম্বর ব্লকে হিন্দু জনসংখ্যা বেশি এবং তারা কিছুটা ঝুঁকে শুভেন্দু অধিকারীর দিকে। উল্লেখ্য নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে মুসলিম ভোটাররা সংখ্যাগরিষ্ঠ। এবং এই সমীকরণকে কাজে লাগিয়েই তৃণমূল কংগ্রেস এখানে নিজেদের শক্তি আরও বৃদ্ধি করার দিকে নজর দিয়েছে। তবে ব্লক নম্বর ২-এ শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা থাবা বসাতে সোমবার সেখানে রোড শো করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই পথসভায় পরিচিত জন সমুদ্র দেখা যায়নি। আর তাই মেরুকরণের সমীকরণ ভেঙে নন্দীগ্রামের ভূমি আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে ভোটে যেতে চাইলেন মমতা।

২০০৭ সালের ১৪ মার্চের স্মৃতি উসকে দিয়েছেন মমতা

২০০৭ সালের ১৪ মার্চের স্মৃতি উসকে দিয়েছেন মমতা

আর এই আবহেই নন্দীগ্রামে ২০০৭ সালের ১৪ মার্চের স্মৃতি উসকে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম না করে শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারীকে আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো৷ নন্দীগ্রামের রেয়াপাড়ায় বসন্ত উৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, 'যারা গুলি চালিয়েছিল আপনাদের মনে আছে? পুলিশের ড্রেস পরে এসেছিল৷ নিশ্চয় ভুলে যাননি৷ হাওয়াই চটি পরে এসেছিল বলে ধরা পড়ে গিয়েছিল৷ এবারও সেইসব কেলেঙ্কারি করছে৷ অনেক বিএসএফ, সিআইএসএফ-এর ড্রেস কিনেছে ৷ আমি চ্যালেঞ্জ করে বলছি৷ এই বাপ ব্যাটার পারমিশন ছাড়া নন্দীগ্রামে পুলিশ ঢুকতে পারত না৷'

'হুইল চেয়ারে উনি নাটক করছেন'

'হুইল চেয়ারে উনি নাটক করছেন'

এদিকে মমতার পাল্টা দিয়ে শুভেন্দু বলেন, 'হুইল চেয়ারে উনি নাটক করছেন।' এরপরই, নন্দীগ্রাম নিয়ে মমতার মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু সরাসরি অভিযোগ অস্বীকার করেন৷ বলেন, 'উনি নিজে লিখেছেন না অন্য কাউকে দিয়ে লিখিয়েছেন জানি না, তবে ওঁর 'নন্দী মা' বইটি পড়ুন। আমার বিশ্বাস উনি লেখেন না, অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিজের নামে প্রচার করেন। ফেরেব্বাজ মুখ্যমন্ত্রী। 'নন্দী মা'-টা পড়ুন, তারপর ওঁর দ্বিচারিতা বুঝতে পারবেন।'

প্রতিবার ভোটের সময় তিনি আসেন কেন?

প্রতিবার ভোটের সময় তিনি আসেন কেন?

কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, অধিকারী পরিবার তাঁকে নন্দীগ্রামে আসতে দিত না৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাবির পাল্টা দেন শুভেন্দু অধিকারী৷ বিজেপি নেতা বলেন, 'যদি কেউ ঢুকতেই না দেয়, তা হলে প্রতিবার ভোটের সময় তিনি আসেন কেন? এবারও এসেছেন, ভোটে দাঁড়িয়েছেন৷'

বিজেপির নজরে '২,০০,০০০'

বিজেপির নজরে '২,০০,০০০'

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট তথা স্থানীয় তৃণমূল নেতা শেখ সুফিয়ান দাবি করছেন যে দু'টি ব্লকেই তৃণমূল কংগ্রেসের অবস্থান খুবই ভালো। তবে তিনি মেনে নিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে কিছুটা হলেও মেরকরণের প্রভাব পড়েছে নন্দীগ্রামে। তিনি দাবি করেন, নন্দীগ্রামের ব্লক নম্বর ২-তে বিজেপি ১০-২০টি বুথে একটু ঝামেলা করতে পারে। পাশাপাশি তাঁর অভিযোগ, বিধয়ক হিসেবে শুভেন্দু অধিকারী এলাকার জন্য কিছুই করেননি। এদিকে বিজেপির স্পষ্ট অঙ্ক, এই কেন্দ্রের ২ লক্ষ ৭৫ হাজার ভোটারের মধ্যে ২ লক্ষ হিন্দু ভোটার রয়েছে। এদেরকে ঐক্যবদ্ধ করেই ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি।

জিতলে নন্দীগ্রামে হবে মুখ্যমন্ত্রীর সচিবালয়, রোড শো-র পর জনসভায় ঘোষণা মমতার

English summary
Suvendu Adhikari vs Mamata Banerjee in Nandigram is now a match between two Blcoks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X