For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধঘণ্টার জন্য থমকে যাবে ঝড়ের তাণ্ডব, পরিষ্কার হবে আকাশ, আম্ফান নিয়ে পূর্বাভাস দিল মৌসম ভবন

আধঘণ্টার জন্য থমকে যাবে ঝড়ের তাণ্ডব, পরিষ্কার হবে আকাশ, আম্ফান নিয়ে পূর্বাভাস দিল মৌসম ভবন

Google Oneindia Bengali News

প্রবল আম্ফানের তাণ্ডব হঠাৎ করে আধঘণ্টার জন্য থমকে যাবে। ঝড়, বৃষ্টি থেমে মেঘ কেটে নীল আকাশ দেখা দেবে আধঘণ্টার জন্য। সুপার সাইক্লোনের অন্য এক রূপের পূর্বাভাস দিল মৌসম ভবন। আবহাওয়া বিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের চোখ যখন যেখানে থাকবে তখন সেখানে এই আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে।

আধঘণ্টার জন্য থমকে থাবে ঝড়

আধঘণ্টার জন্য থমকে থাবে ঝড়

১৬০ কিলোমিচার বেগে প্রবল গতিতে এগিয়ে আসা আম্ফান হঠাৎ করে থমকে যাবে। ঝড় বৃষ্টি থেকে নীল আকাশ েদখা দেবে। এমনই অবাক করা পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন ঘূর্ণীঝড়ের চোখ যখন যেখান দিয়ে যাবে ঠিক তখন আবহাওয়ার এই পরিবর্তন হবে। কারণ চোখে মধ্যে বা ঘূর্ণাবর্তের কেন্দ্রে শক্তি সবচেয়ে কম থাকে। তাই আধঘণ্টা এই আবহাওয়ার পরিবর্তন হবে। সবচেয়ে শক্তি থাতে ঘূর্ণিঝড়ের বলয়ে। আঘঘণ্টা পরেই সেই বলয়েক কোপে ফের তীব্র এবং ভয়ঙ্কর হবে ঝড়ের দাপট।

ভূমি ছুঁল আম্ফান

ভূমি ছুঁল আম্ফান

ইতিমধ্যেই সাগদ্বীপে ভূমি ছুঁয়েছে আম্ফান। তার তাণ্ডব চলছে হলদিয়া, সাগরদ্বীপ এবং কাকদ্বীপে। শহর কলকাতার দিকে এগোচ্ছে আম্ফান। ৪ ঘণ্টা ধরে ল্যান্ড ফলের প্রক্রিয়া চলবে। ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক রাস্তা। সেন্ট্রাল অ্যাভিনিউ, মুদিয়ালি সহ উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার একাধিক জায়গায় জল জমে গিয়েছে। শহরের বহু রাস্তায় গাছ উপড়ে পড়েছে। একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

নবান্নে মুখ্যমন্ত্রী

নবান্নে মুখ্যমন্ত্রী

নবান্নে কন্ট্রোল রুম পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেলার পরিস্থিতির দিকে নজর রাখছেন। দফায় দফায় আধিকারিকদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। শহরের সব উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। হাওড়া ব্রিজেও যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তীব্র গতিতে বইছে ঝড়। ফুঁসছে গঙ্গা।

তাণ্ডব চলবে ২ দিন

তাণ্ডব চলবে ২ দিন

আম্ফানের তাণ্ডব একদিনে থামবে না। আগামী ২ দিন রাজ্যে তার প্রভাব চলবে বলে জানা গিয়েছে। হাওড়ায় প্রবল ঝড়ের প্রভাব পড়বে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা।

সুপার সাইক্লোন আম্ফান: হিঙ্গলগঞ্জে বাঁধে ফাটল, বিপর্যস্ত এলাকায় বিদ্যুৎবন্ধের নির্দেশ মমতার সুপার সাইক্লোন আম্ফান: হিঙ্গলগঞ্জে বাঁধে ফাটল, বিপর্যস্ত এলাকায় বিদ্যুৎবন্ধের নির্দেশ মমতার

English summary
Super Cyclone Amphan: storm and rain strop for halh an hour says Mousam Bhavan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X