For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের লক্ষ্যে মমতার সচিবালয়ে রদবদল! কে সরছেন আর কে আসছেন, জল্পনা তুঙ্গে

একুশের লক্ষ্যে মমতার সচিবালয়েও বদলের তদ্বির! কে সরছেন আর কে আসছেন, জল্পনা

Google Oneindia Bengali News

যতই করোনা সঙ্কট তীব্র হোক, ২০২১-এর রাজনৈতিক উত্তাপ কিছুতেই কমছে না বাংলায়। বিজে্পি রাজ্য সংগঠনে রদবদল করেছে। তৃণমূল কংগ্রেসও চলছে শুদ্ধিকরণ প্রক্রিয়া। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সচিবালয়েও বদল আসন্ন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই বড় সড় রদবদল হবে নবান্নে।

নতুন মুখ্যসচিব কে হবেন, জল্পনা

নতুন মুখ্যসচিব কে হবেন, জল্পনা

রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার মেয়াদ শেষ হয়ে যাবে ২০২১-এর আগে। তাই তাঁর জায়গায় কে আসবেন, তা নিয়েই চর্চা বেশি রাজ্যের সচিবালয় নবান্নে। নতুন মুখ্যসচিব আসছেন, তা স্পষ্ট। কিন্তু সেই নতুন মুখ্যসচিব কে হবেন, তা নিয়েই যত আলোচনা। কে এগিয়ে আর কারা লড়াইয়ে, এই আলোচনা জল্পনার পারদ চড়াচ্ছে একুশের নির্বাচনের আগে।

বছর ঘুরলেই নির্বাচন, তার আগে বদল

বছর ঘুরলেই নির্বাচন, তার আগে বদল

রাজীব সিনহা একজন সুদক্ষ অফিসার ছিলেন। তাঁর উপর ভরসা করতেন মুখ্যমন্ত্রী। এখন তাঁর জাগায় যিনি আসবেন, তাঁর উপর সমান আস্থা রাখতে পারবেন মুখ্যমন্ত্রী, এমন নাম নিয়েই আলোচনা চলছে। কেননা বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। মুখ্যমন্ত্রী মমতার প্রোস্টিজ ফাইটও বটে।

দক্ষতা নিয়ে প্রশ্ন নেই, মুখ্যমন্ত্রীর বিশ্বস্তও

দক্ষতা নিয়ে প্রশ্ন নেই, মুখ্যমন্ত্রীর বিশ্বস্তও

এই অবস্থায় সবথেকে বেশি আলোচিত হচ্ছে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে। মুখ্যসচিব রাজীব সিনহা অবসর নিলে তাঁর স্থলাভিষিক্ত হওয়ার কথা স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দক্ষতা নিয়েও প্রশ্ন থাকবে না। তারপর তিনি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্তও।

আলাপনের সঙ্গে লড়াই যাঁদের!

আলাপনের সঙ্গে লড়াই যাঁদের!

তবু একটা মহল থেকে ভেসে আসছে অন্য একটি নাম। তিনি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব গৌতম স্যান্যাল। তাঁকেও করা হতে পারে রাজীবের স্থলাভিষিক্ত এমনটাও মনে করছেন অনেকে। বিশেষজ্ঞমহলে আলোচনাও চলছে জোর। এরই মধ্যে আরও একটি নাম উঠছে। তিনি হলেন অত্রি ভট্টাচার্য। তাঁকে একটা সময় স্বরাষ্ট্র সচিবও করা হয়েছিল একটা সময়ে।

যাই হোক, এগিয়ে আলাপনই

যাই হোক, এগিয়ে আলাপনই

তবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের নামই জোরালোভাবে উঠছে পরবর্তী মুখ্যসচিব হিসেবে। তিনি অনেকের থেকে এগিয়ে। তবে যিনিই এই পদাসীন হন, তাঁর উপর বড় দায়িত্ব বর্তাবে। কারণ ২০২১-এর নির্বাচন। কে দায়িত্বে আসবেন, কেমনভাবে দায়িত্ব সামলাবেন, সেটা একটা বড় ব্যাপার। আর সবথেকে বড় চ্যালেঞ্জ হবে কেন্দ্রের চাপ সামলানো। যত ভোট আসবে ততই রাজ্যের সঙ্গে সংঘাত তীব্র হবে কেন্দ্রের।

২০২১-এ ক্ষমতায় ফিরছে তৃণমূলই, কত আসন এবার ঝুলিতে, জানিয়ে দিলেন অনুব্রত২০২১-এ ক্ষমতায় ফিরছে তৃণমূলই, কত আসন এবার ঝুলিতে, জানিয়ে দিলেন অনুব্রত

English summary
State government’s secretariat can be reshuffled before 2011 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X