For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কল্যাণের বিরুদ্ধে পোস্টার কাণ্ডে জেল হেপাজত! 'প্রতিদান' নিয়ে কটাক্ষ পুলিশের এসআই-এর

প্রভাবশালী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্রীরামপুরে কাটমানি পোস্টার দেওয়া অভিযোগে গ্রেফতার হওয়া এস আই সমীর সরকারেরদুদিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন শ্রীরামপুর আদালতের বিচারক।

  • |
Google Oneindia Bengali News

প্রভাবশালী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্রীরামপুরে কাটমানি পোস্টার দেওয়া অভিযোগে গ্রেফতার হওয়া এস আই সমীর সরকারের দুদিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন শ্রীরামপুর আদালতের বিচারক। যদিও সংবাদ মাধ্যমের সামনে ওই পুলিশকর্মী এই কাণ্ডে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। বলেছেন
তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।

পোস্টার কাণ্ডে গ্রেফতার এসআই

পোস্টার কাণ্ডে গ্রেফতার এসআই

দুদিন জেরা করার পর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি পোস্টার এবং অশ্নীল পোস্টার কাণ্ডে গ্রেফতার করা হয় হুগলির গ্রামীণ পুলিশের ডিআইবি পদে কর্মরত এসআই সমীর সরকারকে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়। পুলিশের তরফে তার বিরুদ্ধে ৫০৫, ৫০৬, ৪১৯ ও ১২০বি ধারায় মামলা করা হয়েছে।

'কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করে প্রতিদান'

'কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করে প্রতিদান'

পুলিশ কর্মী হয়েও তিনি এলাকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেছেন বলে দাবি করেছেন ওই পুলিশকর্মী। তিনি বলেছেন, চারদিন চার রাত মাঠে শুয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি কাজ করেছেন। তারই প্রতিদান তিনি পেলেন বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি কটাক্ষ করেছেন ওই পুলিশকর্মী। পোস্টার কাণ্ডে তৃণমূলের কারা জড়িত এই প্রশ্নে ওই পুলিশকর্মী বলেন, উত্তর দিতে পারবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই। তাঁকে রাজনৈতিক ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন সাসপেন্ড হওয়া এসআই সমীর সরকার।

পুলিশ কমিশনারের দাবি

পুলিশ কমিশনারের দাবি

চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেছেন, ওই পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদে কিছু অসঙ্গতি ধরা পড়ে। তারপরেই এই গ্রেফতার। প্রসঙ্গত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি পোস্টার দেওয়ার অভিযোগ সমীর সরকারে গাড়ির চালক অমিয় খামারুকে প্রথম গ্রেফতার করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে অমিয় খামারুকে দেখা গিয়েছিল বলে দাবি পুলিশের।

English summary
SI of West Gengal gets Jail Custody in TMC MP Kalyan Banerjee's Cutmoney poster case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X