For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী ভারতের গর্ব, ট্রাম্পের সঙ্গে একমত রাহুল সিনহা

মোদী ভারতের গর্ব, ট্রাম্পের সঙ্গে একমত রাহুল সিনহা

  • |
Google Oneindia Bengali News

সোমবারই ভারত সফরে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর প্রশংশায় পঞ্চমুখ হতে দেখা যায় ট্রাম্পকে। এবার তারই রেশ টেনে মোদীকে অভিবাদন জানাতে দেখা গেল বাংলার বিজেপি নেতা রাহুল সিনহাকে।

মোদী ভারতের গর্ব, ট্রাম্পের সঙ্গে একমত রাহুল সিনহা

মঙ্গলবার বিজেপি নেতা রাহুল সিনহা বলেন প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি কার্যতই গর্ববোধ করেন। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে রহুল বলেন, “মার্কিন রাষ্ট্রপতি যা বলেছেন তা সঠিক। এর জন্য আমাদের প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ। প্রত্যেক ভারতীয় এই মহূর্তে গর্ব বোধ করছে। আজ যদি বিশ্বের সবচেয়ে রাজনৈতিক নেতা, বৃহত্তম জন মেতা, বৃহত্তম জনগণের নায়ক কেউ থাকেন তবে তিনি হলেন নরেন্দ্র মোদী। এটি সমস্ত ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত।”

পাশপাশি তিনি এও মনে করেন মোদী জামানার শুরু থেকেই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুলছে। এদিকে সোমবার 'নমস্তে ট্রাম্প' অনুষ্টানে বিশাল সমাবেশের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে তার "সত্যিকারের বন্ধু" বলে উল্লেখ করেন। মোদীর উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, "আপনি মেলানিয়া ও আমার পরিবার অনেক সম্মান দিয়েছেন। আমরা এই অসাধারণ আতিথেয়তাকে চিরদিন স্মরণ করব।”

মোদী-শাহকে কাঁচকলা দেখালেন জোটসঙ্গী নীতীশ! ভোটের মুখে থোড়াই কেয়ার এনআরসিতেমোদী-শাহকে কাঁচকলা দেখালেন জোটসঙ্গী নীতীশ! ভোটের মুখে থোড়াই কেয়ার এনআরসিতে

English summary
rahul sinha agrees with trump that modi is proud of india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X