For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাষ্ট্রপতি নির্বাচনে টাকার খেলা চলছে' দাবি যশবন্তের, 'হারের ভয় পাচ্ছেন' পাল্টা তোপ শুভেন্দুর

'রাষ্ট্রপতি নির্বাচনে টাকার খেলা চলছে' দাবি যশবন্তের, 'হারের ভয় পাচ্ছেন' পাল্টা তোপ শুভেন্দুর

Google Oneindia Bengali News

টাকার খেলা চলছে। রাষ্ট্রপতি িনর্বাচন িনয়ে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিংহা। তার পাল্টা িনশানা করেছন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিিন দাবি করেছেন হারবেন জেনে ভয় পেয়ে এইসব কথা বলছেন প্রবীণ নেতা। যিিন তাঁকে প্রার্থী করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে েনই কেন সেই প্রশ্ন আগে করুন বলে পাল্টা নিশানা করেছেন।

যশবন্তের বার্তা

যশবন্তের বার্তা

ভোট শুরুর আগেই এক প্রকার ফলাফল িনশ্চিত হয়ে গিয়েছে। দ্রৌপদী মুর্মু ৬৪ শতাংশ ভোট আর যশবন্ত সিনহা ৩৪ শতাংশ ভোট পাবেন। এমনই দাবি করা হচ্ছে। সোমবার ভোট গ্রহনের আগেই এক প্রকার বার্তা দিয়েছিলেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। তিনি বলেছিলেন গণতন্ত্রকে রক্ষা করতে আমায় ভোট দিন। গোটা দেশে যেভাবে সরকারি এজেন্সি গুলিকে সরকার বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে তার বন্ধ করার লড়াইয়ে নেমেছেন তিিন। এটা শুধু রাষ্ট্রপতি িনর্বাচন নয়, দেশের গণতন্ত্র রক্ষার লড়াই বলে বার্তা দিয়েছিলেন প্রার্থী।

টাকার খেলা চলছে

টাকার খেলা চলছে

যশবন্ত সিনহা বিজেপিকে নিশানা করে বলেছিলেন গোটা দেশে টাকার খেলা চলছে। ভোটের নামে টাকার খেলা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। টাকা দিয়ে সর্বত্র বিজেপি ভোট কিনছে বলে অভিযোগ করেছিলেন প্রাক্তন এই বিজেপি নেতা। তাঁর দাবি ছিল দ্রৌপদী মুর্মু সেই দলের প্রতিিনধি যাঁরা গোটা দেশে বিভেদে তৈরি করছে। এক দেশ, এক েনতার আদর্শে বিশ্বাসী। ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার স্তম্ভে আঘাত হানছে সেই দল।

পাল্টা তোপ শুভেন্দুর

পাল্টা তোপ শুভেন্দুর

যশবন্ত সিনহার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিিন বলেছেন, হারবেন জেেন ভয় পেয়ে এসব কথা বলছেন। শুভেন্দু অধিকারী পাল্টা আক্রমণ শানিয়ে বলেেছন যিনি তাঁকে প্রার্থী করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়। তিনি কেন পাশে নেই এখন। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। বিজেপি আগে প্রার্থীদের কথা জানােল তিিন আর একটু ভেবে দেখতেন বলে মন্তব্য করেছিলেন।

ক্রস ভোটিং

ক্রস ভোটিং

শুভেন্দু অধিকারী পাল্টা দাবি করেছেন বিরোধীদের মধ্যেই ঐক্য নেই। িনজেদের প্রার্থীকেই তাঁরা সমর্থন করছে না। ওড়িশায় কংগ্রেস বিধায়ক ক্রস ভোটিং করেছেন। একাধিক অবিজেপি দল সমর্থন জািনয়েছেন দ্রৌপদী মুর্মুকে। বিরোধীদের িনজেেদর মধ্যেই ঐক্য নেই তো তাঁদের প্রার্থী জিতবে কি করে। প্রসঙ্গত উল্লেখ্য বঙ্গে বিজেপির ৭ বিধায়ক ক্রস ভোটিং করেছেন।

মমতার দলে শুভেন্দুর 'স্পাই'! ভাইপোর একটি বাড়িতেই খরচ ৭০ কোটি, আয়ের উৎস নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার মমতার দলে শুভেন্দুর 'স্পাই'! ভাইপোর একটি বাড়িতেই খরচ ৭০ কোটি, আয়ের উৎস নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার

English summary
Presidential election 2022: BJP MLA Suvendu Adhikari Target Yashwant Sinha over vote for Money alegation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X