For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী বছর থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফিরতে চলেছে পাশ–ফেল পদ্ধতি

আগামী বছর থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফিরতে চলেছে পাশ–ফেল পদ্ধতি

Google Oneindia Bengali News

রাজ্যে আবারও ফিরতে চলেছে পাস–ফেল পদ্ধতি। জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি থেকেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে ফিরছে পাশ–ফেল। তবে তা সব ক্লাসের জন্য প্রযোজ্য নয়। আপাতত পঞ্চম ও অষ্টম শ্রেণীর জন্যই এই ব্যবস্থা। কালীপুজো–দিওয়ালি মিটে গেলে এ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আগামী বছর থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফিরতে চলেছে পাশ–ফেল পদ্ধতি


শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, শিক্ষার অধিকার আইন এবং বাধ্যতামূলক শিক্ষা আইন সংসদ ও রাজ্যসভায় পাশ হওয়ার অপেক্ষায় ছিল সরকার। শিক্ষা বিভাগের এক আধিকারিক বলেন, 'উভয় পক্ষের কাছ থেকেই অনুমোদন পাওয়া গিয়েছে এবং কেন্দ্র রাজ্য সরকারের ওপরই পুরো বিষয়টি ছেড়ে দিয়েছে যে পাশ–ফেল প্রথা কোন ক্লাসের জন্য প্রয়োজন।

আমরা ঠিক করেছি যে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে এই পাশ–ফেল প্রথা ফিরিয়ে নিয়ে আসব। এ প্রস্তাবে সায় দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও।’‌ প্রসঙ্গত, দেশে শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার পর পাশ–ফেল উঠে যায়। এ নিয়ে বহু তর্ক–বিতর্ক হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে এই পাশ–ফেল প্রথা কার্যকর হবে। একবার পরীক্ষার পর কোনও পড়ুয়া ফেল করলে তাকে দু’‌মাস সময় দেওয়া হবে। দু’‌মাস বাদে আবার তার পরীক্ষা হবে। সেবারও যদি ফেল করে তা হলে বছর নষ্ট হবে। এই প্রস্তাবে রাজি আছেন মুখ্যমন্ত্রী।

শিক্ষা দফতরের সরকারি আধিকারিকের মতে, পঞ্চম শ্রেণীতে পাশ–ফেল প্রথা থাকা খুবই জরুরি। পঞ্চম শ্রেণী থেকেই পড়ুয়াদের ভিত তৈরি হয়। এখান থেকেই তারা উঁচু ক্লাসে ওঠার জন্য প্রস্তুতি নেয়। সেই পড়ুয়াকে যদি দঞবিতীয়বার সুযোগ না দেওয়া হয়, তবে তার মনোবল নষ্ট হয়ে যেতে পারে। এ রাজ্যে ফাইভ ও এইট ক্লাসকে উচ্চ প্রাথমিক হিসাবে গণ্য করা হয়। রাজ্য সরকার পাঁচ–সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। যাঁরা খতিয়ে দেখবেন কোন ক্লাসের পড়ুয়ারা সবচেয়ে কম পড়াশোনা করছে এবং কিভাবে তাদের পড়াশোনার আরও উন্নতি করা যায় তাও দেখবে কমিটি।

English summary
In Bengal, the classes between VI and VIII are regarded as upper primary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X