For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিক্ষাবৃত্তি করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান! লকডাউনে অনন্য নজির গড়লেন প্রধান

বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপারেশন মুখার্জি-সহ পঞ্চায়েতে সদস্যরা। এলাকার উচ্চবিত্ত পরিবার ব্যবসায়ী থেকে ধনী ব্যক্তিদের কাজ থেকে রীতিমতো ভিক্ষাবৃত্তি করে

  • |
Google Oneindia Bengali News

বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপারেশন মুখার্জি-সহ পঞ্চায়েতে সদস্যরা। এলাকার উচ্চবিত্ত পরিবার ব্যবসায়ী থেকে ধনী ব্যক্তিদের কাজ থেকে রীতিমতো ভিক্ষাবৃত্তি করে। প্রায় ১২০ কুইন্টাল চাল, ১০০ কুইন্টাল ডাল, প্রায় ১০০ কেজি সরষের তেল, ১০০ বস্তা আলু-সোয়াবিন সহ বিভিন্ন মুদিখানার জিনিসপত্র সব মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার লক্ষ টাকা খাবারের জিনিসপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

ভিক্ষাবৃত্তি করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান প্রধানের

তার জন্য প্রস্তুতি শেষ জানালেন পঞ্চায়েত প্রধান অপরেশ মুখার্জি। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সদস্যরা ।তারা বেশ কয়েক দিন ধরে এই ত্রাণসামগ্রী সমাজের কাছ থেকে সাহায্যের জন্য হাত পেতেছেন। এবং কখনও দোকানদারের কাছ থেকে আবার কখনো বাড়িতে গিয়ে মানুষের দরজায় দরজায় হাত পেতেছেন।

দুহাত ভরে মানুষ তাদের সাধ্যমত জিনিসপত্র তুলে দিয়েছেন ।যেভাবে দেশেও রাজ্য লকডাউন চলছে ।তাতে সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে দুস্থ দিন ও দরিদ্র অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে তাদের এই উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বলেছেন আগামী দিনে আরও বেশি লাগলে আমরা এগিয়ে আসবো। পাশাপাশি মানুষকে সচেতনতা আর বাতাও দেয়া হয়।

English summary
The panchayat pradhan's donation, donation to beg, donation to the Chief Minister's Relief Fund.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X