For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাঁটের ব্যথাই বাঁচিয়ে দিল! বেলেঘাটা আইডি থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধা

গাঁটের ব্যথাই বাঁচিয়ে দিল! বেলেঘাটা আইডি থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধা

  • |
Google Oneindia Bengali News

করোনায় মৃতের তালিকায় বেশিরভাগই বয়স্করা। সারা বিশ্বে তথা পশ্চিমবঙ্গেও একই চিত্র। তবু তার মধ্যে ব্যতিক্রমও রয়েছে। দিন কয়েক আগে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বছর ৭০-এর মধ্যমগ্রাম পুরসভার কাউন্সিলর। সেই তালিকায় যুব্ক হয়েছে এগরার বাসিন্দা বছর ৭৬-এর মহিলা।

গাঁটের ব্যথাই বাঁচিয়ে দিল! বেলেঘাটা আইডি থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধা

এগরার যে বিয়ে বাড়ি থেকে করোনা সংক্রমণ হয়েছিল, সেই তালিকায় নয়াবাদের বৃদ্ধের সঙ্গে নাম এসেছিল ওই বৃদ্ধারও। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের শ্বাসকষ্টের রোগী তিনি। ইনহেলার নিতে হত প্রতিদিন। এছাড়াও তাঁর রিউমাটয়েড আর্থ্রাইটিসও ছিল। বিয়েবাড়ি থেকে করোনা সংক্রমণের পর পরিবারের সদস্যরাও বৃদ্ধাকে নিয়ে আশঙ্কায় ছিলেন।

কিন্তু তিনি বেলেঘাটা আইডি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তবে অনেক চিকিৎসক বলছেন গাঁটের ব্যথাই বাঁচিয়ে দিল ওই বৃদ্ধাকে। এই মন্তব্য গবেষণা লব্ধ না হলেও, চিকিৎসকদের একাংশ বলছেন, কয়েকবছর ধরে তিনি হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছিলেন। বৃদ্ধার সুস্থ হয়ে ওঠার পিছনে এই ঘটনাও থাকতে পারে।

তবে বয়স বেশি হলেও যে করোনা থেকে সুস্থ হয়ে উঠে বাড়ি ফেরা যায়, সেব্যাপারে এই বৃদ্ধের সুস্থ হয়ে ওঠার ঘটনাকে তুলে ধরছে চাইছেন বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ।

English summary
Old Woman aged 76 years recovers from Coronavirus in Beleghata Id
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X