For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল ফিরেছেন ঘরে, এবার সারদা-নারদসহ পাহাড় প্রমাণ মামলা কোন দিকে এগোবে

ঘরের ছেলে মুকুল ঘরে ফিরেছেন। পিতার সঙ্গে ফিরেছেন পুত্র শুভ্রাংশুও। মুকুল-শুভ্রাংশু পুরনো পরিবেশে ফিরে বেজায় খুশি হলেও তাঁর নামে ঝুলে থাকা মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে?

Google Oneindia Bengali News

ঘরের ছেলে মুকুল ঘরে ফিরেছেন। পিতার সঙ্গে ফিরেছেন পুত্র শুভ্রাংশুও। মুকুল-শুভ্রাংশু পুরনো পরিবেশে ফিরে বেজায় খুশি হলেও তাঁর নামে ঝুলে থাকা মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে? অস্বস্তিকর প্রশ্নও উঠে পড়েছে মুকুলের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে। রাজনৈতিক মহলে মনে করছেস ওই মামলার কোনও ভবিষ্যৎ থাকবে না। কিন্তু সারদা-নারদ?

মুকুল তৃণমূলে ফিরতেই মামলার ভবিষ্যৎ প্রশ্নে

মুকুল তৃণমূলে ফিরতেই মামলার ভবিষ্যৎ প্রশ্নে

মুকুল রায় ঘরের ছেলে হয়ে তৃণমূলে ফিরে এসেছেন। ফলে তাঁর বিরুদ্ধে করা মামলাগুলি বেশিরভাগ তুলে নেওয়া হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিজেপিও সেদিকে নজর রাখতে শুরু করেছে। মুকুলের বিরুদ্ধে কোন মামলা তুলে নেওয়া হয়, আর কোন মামলা রেখে দেওয়া হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।

মামলার গতিবিধি কোন দিকে, প্রশ্নে মুকুলের ভবিষ্যৎ

মামলার গতিবিধি কোন দিকে, প্রশ্নে মুকুলের ভবিষ্যৎ

মুকুল রায় তৃণমূলে ফিরতেই ফৌজদারী মামলা নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে সারদা-নারদ মামলা নিয়ে। প্রশ্ন এই নিয়েই যে, মুকুল দলবদল করে তৃণমূলে ফিরে যাওয়ায় কি ওইসব মামলায় বিপদে পড়তে পারেন? এই সব মামলার গতিবিধি কোন দিকে এগোয় তার উপরই নির্ভর করবে মুকুল রায়ের ভবিষ্যৎ।

সারদা-নারদ বাদে ৪৪টি মামলা মুকুলের বিরুদ্ধে

সারদা-নারদ বাদে ৪৪টি মামলা মুকুলের বিরুদ্ধে

মুকুলের বিরুদ্ধে সারদা-নারদ বাদে ৪৪টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে ২০টি মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বাকিগুলি এখনও সক্রিয় রয়েছে। বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যা মামলায় তাঁর নামে এফআইআর হলেও চার্জশিটে তাঁর নাম নেই। রেলে কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা-সহ বেশ কয়েকটি মামলাতেও মুকুলের নামে এখনও চার্জশিট দেয়নি পুলিশ।

সকল মামলায় মুকুলের রেহাই পাওয়া মুশকিল

সকল মামলায় মুকুলের রেহাই পাওয়া মুশকিল

এদিকে সিবিআই এতদিন বলে এসেছে, সারদা মামলা মুকুল রায় সহযোগিতাই করছেন। আর নারদ মামলায় মুকুলের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি বলে সম্প্রতি জানিয়েছে সিবিআই। রাজনৈতিক মহল মনে করছে, এই দুটি মামলা ছাড়া বাকিগুলি রাজ্য সরকারের দায়ের করা মামলা। ফলে ওই সকল মামলায় মুকুলের রেহাই পাওয়া মুশকিল হবে না।

বিজেপির মুকুলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারে

বিজেপির মুকুলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারে

কিন্তু বিজেপি কি তাঁকে ছেড়ে কথা বলবে। বিজেপি রাজ্য সরকারের করা মামলার দিকে যেমন নজর রাখবে, তেমনই সারদা-নারদ মামলায় তাঁকে এবার জাকা হতেই পারে। আবার ফিরহাদ-সুব্রত-মদন-শোভনের মতো তিনি গ্রেফতার হতেও পারেন। আবার রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে মামলা তুলে নিলেও বিজেপির তার বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারে।

English summary
Mukul Roy can face big trouble with Sarada and Narad case after returning in TMC leaving BJP. BJP can take suitable step against Mukul Roy after rejoining in TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X