For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৩ কেন ৪৬টি হতে পারে, রাজ্যে জেলা বাড়ানোর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

২৩ কেন ৪৬টি হতে পারে, রাজ্যে জেলা বাড়ানোর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Google Oneindia Bengali News

আমলাদের সঙ্গে বৈঠকে রাজ্যে আরও জেলা বাড়ানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য আরও বেশি করে অফিসারদের প্রয়োজন। এদিন টাউন হলের উদ্বোধনে এসে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা বাড়লে ডব্লুবিসিএস অফিসারদের কোটাও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছেন িতনি। পঞ্চায়েক ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই ইঙ্গিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যে জেলা বাড়ানোর ইঙ্গিত

রাজ্যে জেলা বাড়ানোর ইঙ্গিত

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যে জেলার সংখ্যা বেড়েছে। সুন্দরবন, ঝাড়গ্রাম সহ একাধিক জেলা ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নতুন ভাবে তৈরি টাউন হলের উদ্বোধনের গিয়ে আরও জেলা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন রাজ্যে এখন ২৩টি জেলা আছে। ভবিষ্যতে সেটা ৪৬ও হতে পারে। তার জন্য আরও বেশি অফিসারের প্রয়োজন। দক্ষ অফিসার যত বেশি আসবে তত বেশি করে কাজের সুবিধা হবে রাজ্য সরকারের। কারণ আমলারাই সরকারের মুখ সেকথা মাথায় রেখে জেলা শাসদ, বিডিও এবং এসডিওদের কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইনক্রিমেন্ট ঘোষণা

ইনক্রিমেন্ট ঘোষণা

এদিনের অনুষ্ঠানে রাজ্যে একাধিক ডব্লুবিসিএস এবং আইএএস অফিসার যোগা দিেয়ছিলেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী জানান তিন জেলার জেলা শাসক ভাল কাজ করেছেন। পূর্বমেদিনীপুর, পুরুলিয়া এবং বীরভম এই তিন জেলার জেলা শাসকদের কাজের প্রশংসা করেছেন তিনি। সেই মত অন্য জেলার জেলা শাসকদেরও কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, 'কিন্তু প্রয়োজন মত দক্ষ অফিসার পাওয়া যাচ্ছে না। তাই জেলা বাড়ানো
যাচ্ছে না।, ডব্লুবিসিএস অফিসারদের ইনক্রিমেন্ট নিয়েও এদিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, চাকরি জীবনের শেষ দিকে যখন আপনারা যাচ্ছেন, তখন ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। এমন অভিযোগ আসছে। তাই এবার থেকে ইনক্রিমেন্ট-এর ঊর্ধ্বসীমাতে পৌঁছানোর পর ১০ হাজার টাকা করে ইনক্রিমেন্ট পাবেন অবসর পাওয়ার আগে পর্যন্ত।'

পদোন্নতি নিয়ে ঘোষণা

পদোন্নতি নিয়ে ঘোষণা

এদিনের বৈঠকে ডব্লুবিসিএস অফিসারদের পদোন্নতি নিয়ে বড় ঘোষণা করেছেন মমতা। আরও ডব্লিউবিসিএস অফিসারদের জেলাশাসকদের পদে নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। ডব্লিউবিসিএস অফিসারাও অভিজ্ঞতার নিরিখে জেলাশাসকদের এবং এসডিও-দের সমান স্পেশাল অ্যালাউন্স পাবেন। সেই সঙ্গে ডব্লিউবিসিএস অফিসারদের বিভাগীয় প্রধান সেক্রেটারি পদে নিযুক্ত করা হবে বলে বড় ঘোষণা করেছেন তিনি। আইএএস অফিসারদের মত এবার থেকে ডব্লিউবিসিএস অফিসারদের জন্য প্রতি বছর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হবে।'

পঞ্চায়েত ভোটে নজর

পঞ্চায়েত ভোটে নজর

পঞ্চায়ে ভোটের কথা মাথায় রেখেই জেলায় জেলায় কাজের উপর জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী এমনই মনে করা হচ্ছে। সেকারণেই ডব্লুবিসিএস অফিসারদের আরও বেশি করে কাজ করার উৎসাহ দিচ্ছেন তিনি।এমনকী ডব্লুবিসিএস অফিসারদের জন্য একের পর এক বড় ঘোষণাতেও সেই উদ্দেশ্যই লুকিয়ে রয়েছে মমতার এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। সামনেই জেলা সফরে বেরোবেন তিনি। সেসময় সব জেলার কাজের খতিয়ান নেবেন তিনি। বিশেষ করে গ্রামীণ এলাকার কাজের তথ্যই বেশি চেয়েছেন মমতা।

English summary
Mamata Banerjee hints on district incresing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X