For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উৎসবে মুখর মাহেশ থেকে মায়াপুর, রথযাত্রা সূচনার আগে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

প্রথম রথে বলরাম, পরের রথটিতে শুভদ্রা আর তৃতীয় রথে চড়ে এদিন মাসির বাড়ি যাবেন জগন্নাথ। সেই রথযাত্রা যেন ভক্তির হাত ধরে ঈশ্বর পর্যন্ত পৌঁছানোর নামান্তর।

  • |
Google Oneindia Bengali News

প্রথম রথে বলরাম, পরের রথটিতে শুভদ্রা আর তৃতীয় রথে চড়ে এদিন মাসির বাড়ি যাবেন জগন্নাথ। সেই রথযাত্রা যেন ভক্তির হাত ধরে ঈশ্বর পর্যন্ত পৌঁছানোর নামান্তর। এই যাত্রায় রথের রশিতে টান পড়ার সঙ্গেই চারিদিক মুখরিত হবে হরিধ্বনিতে। উৎসব আনন্দে এদিন মাতোয়ারা হবে নদিয়ার মায়াপুর থেকে হুগলির মাহেশ। কলকাতায় এই রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উৎসবে মুখর মাহেশ থেকে মায়াপুর, রথযাত্রা সূচনার আগে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, ইস্কনের রথযাত্রা ১৯৭১ সাল থেকে আয়োজিত হচ্ছে কলকাতায়। সেই থেকে প্রথা মেনে এদিনও কলকাতার রাজপথে সাড়ম্বরে আয়োজিত হবে রথযাত্রা। ভক্তের ভিড়ের মধ্যেই জগন্নাথ, বলরাম,শুভদ্রা যাবেন মাসির বাড়ি। যাত্রা ঘিরে আয়োজিত হবে মেলার। এই রথযাত্রায় গোটা শহর প্রদক্ষিণ করবে ইস্কনের রথ। এজেসি বোস রোড থেকে শুরু করে ব্রিগেজ প্য়ারেডগ্রাউন্ডে এসে থামবে রথ। পরম্পরা মেনে এদিন রথযাত্রার সূচনায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন, তাঁর সোশ্যাল মিডিয়া সাইটে রথযাত্রা উপলক্ষ্যে শান্তির বার্তা প্রেরণ করেন।

এর আগে , রথযাত্রা উপলক্ষ্যে তিনি রাজনীতি না করার চরম হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধীদের। বহিরাগতরা যাতে উৎসবের মধ্য়ে ঢুকে তা নষ্ট করে না দিতে পারে , সেবিষয়েও সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের উৎসব উপলক্ষ্য়ে পুলিশ ও প্রশাসনকেও বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

English summary
Mamata Banerjee wishes on the auspicious occasion of ratah Yatra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X