For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ন্ত্রণ করতে পারেন, আমাকে নয় : গণমাধ্যমকে তোপ মমতার

Google Oneindia Bengali News

আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ন্ত্রণ করতে পারেন, আমাকে নয় : গণমাধ্যমকে তোপ মমতার
বেলপাহাড়ি, ৩ মে : এবার 'দিদি'-র নিশানায় গণমাধ্যম। শুক্রবার এক জনসভায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অভিযোগ তোলেন, গণমাধ্যমের একটা বড় অংশ বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ন্ত্রণ করত। কিন্তু তাঁকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ঠিক যেমন জ্যোতি বসুকে নিয়ন্ত্রণ করতে অসফল হয়েছিল গণমাধ্যন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা (গণমাধ্যম)সবাইকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমায় করতে পারে না। বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুর ও নেতাই কাণ্ডের জন্য দায়ী। এর পরই মিডিয়া 'ব্র্যান্ড বুদ্ধ' তৈরি করল। জ্যোতিবাবু ওদের মতলব বুঝেছিল তাই ওদের পাত্তা দিত না। একইবাবে সরকার চালানোর ক্ষেত্রে আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, গণমাধ্যমের বিরুদ্ধে হুঙ্কার মমতার।

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর নাম না করেই এদিন মমতা বলেন, যখন বাঙালি-অবাঙালিদের ভাগের কথা বলা হল তখন কেন কোনও সংবাধমাধ্যম এর বিরোধিতা করেনিন। কেন এর জন্য প্রতিবাদ করা হয়নি চ্যানেলে বা কাগজে।

এর পরই সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন মমতা। তিনি বলেন, ১০০ দিনের কাজের তহবিলের অর্থ ব্যবহারে আমরা দেশের এক নম্বরে আছি। কিন্তু আপনারা সেগুলি এড়িয়ে যেতেই পছন্দ করেন বলে ফের মিডিয়াকে একহাত নেন মমতা। বলেন, যারা এতদিন মিথ্যা গুজব ছড়াচ্ছেন লোকসভা নির্বাচনের ভোটের ফল এলেই তারা বুধতে পারবেন, তাদের সব প্রচেষ্টা বিফলে গেল।

এর পাশাপাশি কংগ্রেস, সিপিএম, বিজেপি জঙ্গলমহলে মাও হিংসা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন মমতা। তিনি বলেন, আমরা জঙ্গলমহলে শান্তি এনেছি। কিন্তু বিরোধীরা তাতে খুশী নয়। সিপিএম, কংগ্রেস, বিজেপি আবার সেই জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টায় নেমেছে। যারা সেখানকার মানুষের শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে বন্দুকের নিশানায় রেখে মানুষকে ভয় দেখাচ্ছে আমাদের সরকার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। মমতা বলেন, পূর্ববর্তী বাম আমলে প্রত্যেক বছকে রাজ্যে ৪০০ থেকে ৭০০ জনের গড়ে মৃত্যু হতো। এমনকী পুলিশকর্মীরাও রেহাই পেত না। কত জনে নিখোঁজ হয়েছে।

এদিনই খড়গপুরে অন্য একটি সভায় মমতা বলেন, যে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না সে কখনও প্রধানমন্ত্রী হতে পারবে না। আমাদের দেশ ভিন্ন ভাষা, ভিন্ন জাতির দেশ। আমি সমস্ত ধর্মকে ভালবাসি ও শ্রদ্ধা করি।

English summary
Mamata Banerjee targets media: ‘You controlled Buddha, can’t me’
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X