For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের প্রমাণ দিল বঙ্গের মেধা, NIRF র‍্যাঙ্কিংয়ে দেশে চতুর্থ যাদবপুর, টুইটে উচ্ছ্বাস প্রকাশ মুখ্যমন্ত্রীর

ফের প্রমাণ দিল বঙ্গের মেধা, NIRF র‍্যাঙ্কিংয়ে দেশে চতুর্থ যাদবপুর, টুইটে উচ্ছ্বাস প্রকাশ মুখ্যমন্ত্রীর

Google Oneindia Bengali News

গোটা দেশে ফের সেরার শিরোপা ছিিনয়ে িনল বঙ্গের মেধা। কেন্দ্রের এনআইআরএফ র‍্যাঙ্কিংেয় দেশের মধ্যে চতুর্থ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর অষ্টম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিিন টুইটে শিক্ষক এবং পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন। ফের প্রমান দিল বঙ্গের মেধা, NIRF র‍্যাঙ্কিংয়ে েদশে চতুর্থ যাদবপুর, টুইটে উচ্ছ্বাস প্রকাশ মুখ্যমন্ত্রীর

মেধায় সেরা বাংলা

মেধায় সেরা বাংলা

মেধায় যে গোটা দেশে বাংলা এগিয়ে রয়েছে তার প্রমাণ দিল কেন্দ্রের সদ্য প্রকাশিত এনআইআরএফ র‍্যাঙ্কিং। তাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম দশে জায়গা করে িনয়েছে রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থােন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আর অষ্টম স্থােন রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গতবারের চেয়ে যদিও ব়্যাঙ্কে েনমেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গতবার ৪ নম্বরে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার সেখান থেকে ৮ নম্বরে নেমে এসেছে।
অন্যদিকে গতবার আট নম্বরে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয় উঠে এসেছে চার নম্বরে।

প্রথম দশে রাজ্যের দুই কলেজ

প্রথম দশে রাজ্যের দুই কলেজ

এনআইআরএফ র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে জায়গা করে িনয়েছে রাজ্যের দুই কলেজও। কলেজের মধ্যে আট নম্বরে রয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। আর নবম স্থানে আছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। কাজেই মেধার দিক থেকে যে বঙ্গ কোনও ভাবেই পিছিয়ে েনই সেটা তাঁরা মেধা দিয়েই বারবার প্রমাণ করে দিয়েছে। রাজ্যের একাধিক পড়ুয়া বাইরের বিশ্ববিদ্যালেয়ে পড়াশোনা করার সুযোগ পান। বঙ্গের মেধা যে সব সময় সেরার শিরোপা ছিিনয়ে নিয়েছে তা আরও একবার প্রমাণ হয়ে গেল।

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

এনআইআরএফ র‍্যাঙ্কিংয়ে তালিকা প্রকাশের পরেই উচ্ছ্বসিত হয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিিন যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শুভেচ্ছা জািনয়েছেন। টুইটে তিনি আরও লিখেছেন,
'সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরা যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়। এনআইআরএফ র‍্যাঙ্কিং অনুযায়ী দেশের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে যাদবপুর, কলকাতা। কলেজগুলির মধ্যে অষ্টম স্থানে সেন্ট জেভিয়ার্স। এই তথ্য জেনে আমি গর্বিত।' প্রসঙ্গত উল্লেখ্য তালিকায় দেশের সেরা মেডিক্যাল কলেজ হয়েছে দিল্লির এইমস। আর সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেছে নেওয়া হয়েছে আইআইটি মাদ্রাজকে। দেশের সেরা বিশ্ববিদ্যালয় আইআইএসসি বেঙ্গালুরু। গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে আইআইটি খড়গপুর রয়েছে পঞ্চম স্থানে।

বিজেপি মিশন ২৪-এ 'ডাবলে’র লক্ষ্যে, স্পেশ্যাল ১৯-এ নয়া টার্গেট খাঁড়া করলেন শুভেন্দুবিজেপি মিশন ২৪-এ 'ডাবলে’র লক্ষ্যে, স্পেশ্যাল ১৯-এ নয়া টার্গেট খাঁড়া করলেন শুভেন্দু

English summary
Mamata Banerjee congratulate for Jadavpu Uniersity Rankings 4 in NIRF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X